টিম খোলা বাকসোর পক্ষ থেকে আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রকাশিত প্রথম ই-বইটি ইতিমধ্যে চলে এসেছে। "বিদেশে উচ্চশিক্ষা- আল্টিমেট গাইড ফর আন্ডারগ্র্যাজুয়েট" ই-বইটি আমাদের গত চারবছরের অভিজ্ঞতার আলোকে দেশের বাইরে আন্ডারগ্র্যাজুয়েট পড়ার ক্ষেত্রে একটি পথ-নির্দেশনামূলক বই। বইটি কিনতে ১০০ টাকা বিকাশ/রকেটে পাঠিয়ে ট্রানজেকশন নাম্বারটি আমাদের পেজে মেসেজ করতে হবে। পেমেন্টের পর আমরা গুগল ড্রাইভ লিংক দিব। লিংকে গিয়ে ই-বইটি পড়তে পারবেন। আমাদের ফেসবুক পেজ লিংক- https://www.facebook.com/kholabakso/
বিকাশ- ০১৮৩৪৮৪৪৪৬২ রকেট- ০১৮৩৪৮৪৪৪৬২৪ বাইরে পড়াশোনার ক্ষেত্রে আমরা সচরাচর যে দেশগুলোর নাম শুনে থাকি সেগুলোর তুলনায় এস্তোনিয়া একটি অপরিচিত নাম। যার কারণে সুযোগ থাকলেও এব্যাপারে পর্যাপ্ত জানাশোনা না থাকার কারণে যারা পড়াশোনার জন্য বাইরে যেতে আগ্রহী তারা এস্তোনিয়াকে খুব একটা বিবেচনায় রাখেন না। এস্তোনিয়ায় পড়াশোনার সুযোগ-সুবিধা এবং দরকারি তথ্যগুলো একসাথে করার লক্ষ্যেই মূলত এই লেখার অবতারণা। তো চলুন শুরু করা যাক!
এস্তোনিয়া উত্তর-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। সুইডেনের ঠিক পাশের প্রচণ্ড শীতের একটি দেশ। সরকারি ভাবে এর নাম এস্তোনিয়া প্রজাতন্ত্র। এস্তোনিয়ায় ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। এগুলো হলো- Tallinn University, University of Tartu, Tallinn university of technology, Estonian Academy of Arts, Estonian Academy of Music and Theatre, Estonian University of Life Sciences। এছাড়া আরো কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। উল্লেখ্য, এস্তোনিয়ায় পিএইচডি প্রোগ্রামে কোনো টিউশন ফি নেই। এস্তোনিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডারগ্র্যাজুয়েট বা মাস্টার্স পড়তে চাইলে এইচএসসি বা অনার্সে বিশ্ববিদ্যালয়ভেদে অন্তত ৫১-৬০ শতাংশ নাম্বার থাকতে হবে। অর্থাৎ এইচএসসিতে ৩.৫ থাকলেই আবেদন করা যাবে। এছাড়া আইইএলটিএসে অন্তত ৫.৫ পেতে হবে কেননা প্রায় সবক্ষেত্রেই প্রোগ্রাম ল্যাংগুয়েজ ইংরেজি। এখানে টিউশন ফি অনেক কম। প্রায় বাংলাদেশী প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সমান। সব মিলিয়ে প্রায় বাংলাদেশের মতই খরচ পড়ে, লিভিং কস্ট সহ। এছাড়া সেমিস্টার রেজাল্ট ভাল রাখতে পারলে ছোট ছোট কিছু স্কলারশিপ পাওয়া যায় যার ফলে খরচ আরো কিছুটা কমে যায়। |