স্কলারশিপ
স্কলারশিপ
  • হোম
  • নতুন আপডেট
  • হাতেখড়ি
  • আমাদের সেবাসমূহ
  • যোগাযোগ
  • আমাদের লক্ষ্য
  • হোম
  • নতুন আপডেট
  • হাতেখড়ি
  • আমাদের সেবাসমূহ
  • যোগাযোগ
  • আমাদের লক্ষ্য
Picture

জিম্যাট - এর খুটিনাটি - ১ 

8/10/2016

Comments

 
আমাদের দেশ থেকে শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে তেমনভাবে আসতে না পারার কারন তথ্যের অভাব। মাস্টার্স শেষ হয়ে যাওয়ার পর  শিক্ষার্থীরা বাইরে যাওয়ার চিন্তাভাবনা শুরু করে। অথচ থার্ড-ইয়ার থেকেই চিন্তাভাবনা করা দরকার। যুক্তরাষ্ট্রে ভাল স্কলারশিপ পাওয়ার সবচেয়ে বড় শর্ত জিম্যাট বা জিআরই। আমাদের পোলাপাইন জিম্যাট/জিআরই'র কথা শুনলেই ভয় পেয়ে যায়। এখানেই সমস্যা। জিম্যাট/জিআরই ৩/৪ মাস ভালমত প্রেপ নিলে খুব ভাল করা যায়, আর ভাল একটা স্কোর আপনাকে ফান্ডিংয়ের পাওয়ার জন্য খুবই হেল্পফুল।  জিম্যাট / জিআরইতে ভাল করলে ধরে নেওয়া যায় আপনার ফান্ডিংয়ের কাজ ৮০% কাজ হয় গেছে। আজকের পোস্টে জিম্যাট নিয়ে আলোচনা করব। পরেরগুলোতে জিআরই, বিশ্ববিদ্যালয় সন্ধান, রেকমেন্ডেশান, এপ্লিক্যাশান, ভিসা, ইন্টারভ্যু এসব নিয়ে আলোচনা করার ইচ্ছে আছে। 


জিম্যাট নাকি জিআরই? 

প্রথমে আপনাকে পছন্দ করতে হবে কোন পরীক্ষাটা আপনার দেয়া দরকার। জিমেট নাকি জিআরই? আপনি যদি এমবিএ, বিজনেসে মাস্টার্স অথবা পিএইচডি করতে চান তাহলে জিম্যাট। অন্য সবকিছুর জন্য জিআরই দিতে হয়। তবে মাস্টার্স ইন ফাইন্যান্স, ম্যাথেমেটিক্যাল ফাইন্যান্স, পিএইচডি ইন ফাইন্যান্সেও ৯৫% ইউনি জিআরই প্রেফার করে। অনেক সাবজেক্টের জন্য জিআরই অথবা জিমেট যেকোন একটা দিলেই চলে। আপনার কোন নির্দিষ্ট ইউনিতে যাওয়ার ইচ্ছে থাকলে সে ইউনির ওয়েবসাইটে গিয়ে খোঁজ নেন আপনাকে কোনটা দিতে হবে। যদি জিআরই অথবা জিমেট যেকোন একটা এক্সেপ্ট করে তবে জিআরই দেওয়াই ভাল। কারন জিআরই জিম্যাট থেকে আমাদের জন্য ইজি হবে। 






Picture

জিম্যাট বা GMAT মানে Graduate Management Admission Test। ম্যানেজমেন্ট শব্দটা দিয়ে বুঝতে পারতেছেন যে এটা বিজনেস পড়ার জন্য। যুক্তরাষ্ট্রের সব এমবিএ'র জন্যই এটা লাগে। তবে সম্প্রতি কিছু কিছু স্কুল যেমন স্ট্যানফর্ড, এমআইটি জিআরই এক্সেপ্ট করা শুরু করেছে। জিম্যাটের  টোটাল স্কোর ৮০০, মোটামোটি ইংরেজী জানা থাকলে আর ভোকাবুলারী স্কিলস ভাল হলে আমাদের দেশের বুয়েট বা ঢাবি বা অন্যান্য পাবলিক ইউনি এবং ভাল প্রাইভেট ইউনির শিক্ষার্থী  তিন/চার মাস প্রেপ নিলে ৮০০-র মধ্যে ৬০০-৭০০ তুলতে পারবে।  জিম্যাটের  ফি ২৫০ ডলার। পরীক্ষা হয় এআইইউবি বনানী'তে। পরীক্ষার সময় কমবেশী ৪ ঘন্টা। জিমেটে তিনটা সেকশান থাকে। 

১. এনালিটিক্যাল রাইটিং এসেসমেন্ট অথবা আমরা যেটাকে Essay বলি সেটা। এই রাইটিং পার্টটা প্রেডিক্টেবল ফরমেটে থাকে বলে উত্তর করা সহজ। দুইটা রচনা লিখতে হবে, প্রত্যেকটার জন্য ৩০ মিনিট সময়। স্কোর হচ্ছে ৬। ৪ পেলেই হয়ে যায়। আর ৪ পাওয়া খুব ইজি। টেমপ্লেট এপ্রোচ নামে একটা পদ্ধতি আছে যেটা ইউজ করলে যে কেউ ৩/৪ ঘন্টা প্র্যাকটিস করলে ৫ পাওয়া একদম সহজ। তবে জিম্যাটের  রাইটিং পার্টটা একদমই গুরুত্ব বহন করেনা। এই ৬ স্কোরটা আপনার আসল ৮০০ স্কোরের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এটা সেপারেটলি আসে। 


২. কোয়ান্টিটেটিভ বা ম্যাথ পার্ট। বাংলাদেশের বেশিরভাগ লোকের জন্য ম্যাথ পার্টটা মোটামোটি সোজা। অন্তত ইংলিশ(ভারবাল) থেকে অনেক ইজি। এখানে হাই লেভেলের কোন ম্যাথ আসেনা। এরিথমেটিক, এলজেব্রা, জিয়মেট্রি থাকে। সবই ক্লাশ নাইন-টেন লেভেলের। দেশে ভাল প্র্যাকটিস ম্যাটেরিয়েল পাওয়া যায়। ম্যাথের স্কেইলড স্কোর ৫১। সাধারনত ২/৩ টার কম ভুল হলে ৫১ তে ৫১ পাওয়া যায়। ৪৫+ হলেই ভাল স্কোর ধরা হয়। কিভাবে প্রেপ নিবেন সেটা আমি একটু পরেই লিখব। এখানে দু'ধরণের প্রশ্ন থাকে। প্রবলেম সলভিং আর ডাটা সাফিসিয়েন্সি। প্রবলেম সলভিং আমাদের ট্র্যাডিশনাল অংকের মত। এমসিকিউ প্রশ্ন হবে। যারা আইবিএ-তে বিবিএ বা এমবিএ'র ভর্তি পরীক্ষা দিয়েছেন তারা যেরকম প্রশ্ন পেয়েছেন এখানেও সেরকম, তবে একটু কঠিন। ডাটা সাফিসিয়েন্সি একই কনসেপ্ট পরীক্ষা করলেও প্রশ্নের ধরনটা ভিন্ন। তবে ডাটা সাফিসিয়েন্সি প্রবলেম সলভিং থেকে সহজতর। 


৩. ভারবাল বা ইংলিশ। ইংলিশ পার্টে তিন ধরণের প্রশ্ন হয়। সেনটেন্স কারেকশান, রিডিং কমপ্রিহেনশান আর ক্রিটিক্যাল রিজনিং। সেনটেন্স কারেকশান আপনার গ্রামার স্কিলস পরীক্ষা করে। গ্রামার শুনে ভয় পাওয়ার কিছু নেই। এই গ্রামার সেই গ্রামার না! এই গ্রামারে ভয়েস, ন্যারেশান, টেন্স ওসব থাকেনা। মোটামোটি ৭/৮ ক্যাটাগরির ভুল থাকে সেগুলো আইডেন্টিফাই করতে পারলেই হয়। এর জন্য খুব ভাল বই পাওয়া যায় যেগুলো পড়লে সেনটেন্স কারেকশান ইজি হয়ে যায়। ক্রিটিক্যাল রিজনিং আপনার কমন সেন্স পরীক্ষা করবে। একটা আর্গুমেন্ট থাকবে যেটাকে স্ট্র্যাংথ্যান, উইকেন এসব করতে হয়। এটা মোটামোটি ইজি পার্ট। কিছুদিন প্র্যাকটিস করলে প্যাটার্ণটা ধরা যায়। রিডিং কম্প্রিহেনশান চিরাচরিত নিয়মের। একটা প্যাসেজ থাকবে যেটার উপর ভিত্তি করে আপনাকে ৩/৪টা প্রশ্নের উত্তর দিতে হবে। এটার জন্য ভাল ইংলিশ স্কিলস দরকার। 

​
ম্যাথের জন্য সময় ৭৫ মিনিট আর প্রশ্নসংখ্যা ৩৭টা। ভারবালের প্রশ্ন ৪১ আর সময় একই। তিনটা সেকশানের মাঝখানে দুবার ১০ মিনিটের অপশনাল বিরতি থাকে। পরীক্ষা শেষ হওয়ার সংগে সংগেই স্কোর পাওয়া যাবে। রাইটিং স্কোর পরে দেওয়া হয়। পরীক্ষা হয় কম্পিউটারে। এটাকে বলে CAT (Computer Adaptive Test)। এতে সবাই একই প্রশ্ন পাবেনা। ভিন্ন ভিন্ন লোক ভিন্ন ভিন্ন প্রশ্ন পাবে এমনকি একই সময়ে পরীক্ষা দিলেও। আপনার প্রথম প্রশ্নের উত্তর সঠিক না ভুল এর উপর নির্ভর করে পরের প্রশ্ন পাবেন। আবার ২য় প্রশ্নের উপর ডিপেন্ড করবে ৩য় প্রশ্ন।

স্কলারশিপ সম্পর্কিত তথ্যকে আরো সহজলভ্য করার লক্ষ্যে আমাদের নিরন্তর প্রচেষ্টার ধারাবাহিকতায় আমাদের নতুন বিভাগ “হাতেখড়ি” 
স্কলারশিপের বিভিন্ন খুঁটিনাটি ব্যাপারগুলোকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরার জন্য কাজ করবে হাতে খড়ির টিম মেম্বাররা। আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে জিআরই, বিশ্ববিদ্যালয় সন্ধান, কন্টাক্ট আর এসওপি, রেকমেন্ডেশান, এপ্লিক্যাশান, ভিসা, ইন্টারভিঊ সহ স্কলারশিপের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দিক ধারাবাহিকভাবে আলোচনা করা।আপনারাও লিখতে পারবেন হাতেখড়িতে! স্কলারশিপের সাথে সম্পর্কিত যেকোনো লেখাকে স্বাগতম।
​আপনার লেখা পাঠান এই ঠিকানায়- kholabakso@gmail.com 
Comments

    ক্যাটাগরি 

    All
    GMAT
    GRE
    MBA
    Oxford
    SOP
    Undergraduate
    USA





    ​আর্কাইভ 

    September 2021
    January 2020
    August 2019
    June 2019
    November 2018
    October 2018
    September 2018
    July 2018
    March 2018
    February 2018
    January 2018
    March 2017
    January 2017
    November 2016
    October 2016
    August 2016
    July 2016

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.