মিশরের বিভিন্ন ইউনিভার্সিটিতে অনার্স এবং মাস্টার্স লেভেলের জন্য দরখাস্তের আহবান করা হয়েছে। যে ফ্যাকাল্টিতে আবেদন করা যাবেঃ ১.মেডিসিন ২ .ডেন্টিস্ট ৩. ফার্মাসি ৪.ইঞ্জিনিয়ারিং বৃত্তির সংখ্যাঃ অনার্স লেভেলে ০৯ টি, মাস্টার্স লেভেলে ০৩ টি।
আর্থিক সুবিধাঃ অনার্সের ছাত্রদের জন্য মাসিক ১২৫ জুনাইহ যা বাংলাদেশী ১০০০ টাকার সমান। মাস্টার্স এর ছাত্রদের জন্য মাসিক ১৫০ জুনাইহ যা দেশী ১২০০ টাকার সমান। থাকা- খাওয়া সম্পুর্ণ ফ্রী। যে সকল কাগজপত্র আবশ্যকঃ * উচ্চমাধ্যমিক সার্টিফিকেট * উচ্চমাধ্যমিক মার্কশীট * পাসপোর্ট * জন্ম নিবন্ধন পত্র * ছয় কপি পাসপোর্ট সাইজ ছবি সকল কাগজ আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করতে হবে যদি আপনি ফাইনালি এক্সেপ্টেড হন। প্রাথমিক বাছাইয়ের ক্ষেত্রে ফটোকপি জমা দিতে হবে। সিলেক্টেড হবার পর অরিজিনাল সকল কাগজপত্র জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়াঃ অনার্সের জন্য প্রথমে wafeden.gov.eg এ সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন কমপ্লিট করে আপনার ফর্মটি পিডিএফ আকারে ডাউনলোড করে প্রিন্ট দিতে হবে। তারপর উপরোল্লিখিত কাগজপত্র ,একটি দরখাস্ত আর এই ফর্মটি ৩১ জুলাই,১৬ বিকাল পাঁচটার মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পৌঁছাতে হবে। ঠিকানাঃ রুম নং- ১৭০৬ ভবন নং- ০৬ শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়। মাষ্টার্সের জন্য www.mohe-casm.edu.eg এ সাইটে আবেদন করবেন।এই আবেদন ২০১৭ এর মার্চ পর্যন্ত চালু থাকবে। তারপর আপনাদের আবেদনগুলো ইউনিভার্সিটিতে পাঠাতে হবে। |
Archives
March 2022
Categories
All
|