![]() ১৬৫ বছরের পুরোনো The University of Sydney তে complex systems এ স্নাতকোত্তর গবেষণা করার সুযোগ ! আবেদনকারীকে The University of Sydney কর্তৃক নির্ধারিত criteria অনুযায়ী আবেদন করতে হবে। Applied mathematics, physics, computer science, information theory and statistical mechanics বিষয়ের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে । Prof. Mikhail Prokopenko অধীনে PhD প্রোগ্রামটি পরিচালিত হবে। টাইটেল- Postgraduate Scholarships in the Field of Complex Systems। যা পাবেন- টিউশন ফি ফ্রি। annual living allowance পাবেন বাংলাদেশী টাকায় প্রায় ২০ লাখ টাকা। এছাড়া পারফরমেন্সের উপরে ভিত্তি করে রয়েছে টিচার এসিস্টেন্টশিপ পাওয়ার সুযোগ। সেক্ষেত্রে বছরে অতিরিক্ত পাবেন বাংলাদেশী টাকায় প্রায় ৪ লাখ টাকা। যোগ্যতা : ১. আবেদনকারীকে অবশ্যই MATLAB, Java অথবা C++ এই প্রোগ্রামিং দক্ষ হতে হবে। ২. আবেদনকারীকে Applied mathematics, physics, computer science ব্যাকগ্রাউন্ডের হতে হবে। তবে information theory and statistical mechanicsএর শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে।
৩. proposed field এ রিসার্চের জন্য উৎসাহী এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে ৪. স্কলারশিপটি শুধুমাত্র ২ জন শিক্ষার্থী পাবেন। আগ্রহীদেরকে কভার লেটারসহ একটি রিজুমি প্রফেসর মিখাইলকে মেইল করতে হবে। mikhail.prokopenko@sydney.edu.au কভার লেটারে ২৫০ শব্দের মধ্যেহতে হবে। আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০১৬। Prof. Mikhail Prokopenko, Director of Complex Systems Research Group: http://sydney.edu.au/engineering/people/mikhail.prokopenko.php Research Cluster on Complex Systems: http://sydney.edu.au/engineering/research/complexsystems/ School of Civil Engineering: http://sydney.edu.au/engineering/civil/ The University of Sydney: http://sydney.edu.au |
Archives
March 2022
Categories
All
|