University of Westminster এ Full Funding এ মাস্টার্স করার সুযোগ রয়েছে। বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী পাবে Full tuition fee + Accommodation + Living Expenses + Flights to and from London ইত্যাদি সুবিধা। উন্নয়নশীল দেশসমূহের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আপনি যে বিষয়ে মাস্টার্স করতে চান সে বিষয়ের যেকোনো প্রফেসরকে প্রপোজাল লেটার মেইল করতে হবে। এরপর প্রফেসর রিপ্লাইয়ে আপনার স্টাডি রিলেটেড কিছু বিষয় জানতে চাইবে। উনার সাথে মেইলে কনভারসেশন চালিয়ে যান। উনি আপনার উপর সন্তুষ্ট হলে আপনাকে Letter of Approval সেন্ড করবেন। Letter of Approval পাওয়ার পরই আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় ১৪ অক্টোবর ২০১৬। |
Archives
March 2022
Categories
All
|