আব্দুল্লাহ গুল ইউনিভার্সিটিতে ১০০% শিক্ষাবৃত্তি নিয়ে আন্ডারগ্র্যাজুয়েশন সম্পন্ন করুন। মোট ১৪ টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম নিয়ে তুরস্কের কায়সেরি শহরে অবস্থিত আব্দুল্লাহ গুল ইউনিভার্সিটি (Abdullah Gül University ) যাত্রা শুরু হয় ২০১০ সালে। এবছর ২০১৮-১৯ সেশনে প্রতিষ্ঠানটি ১০০% শিক্ষাবৃত্তির আওতায় আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদনের সুযোগ করে দিয়েছে। আব্দুল্লাহ গুল ইউনিভার্সিটি (AGU) একটি থার্ড জেনারেশন বিশ্ববিদ্যালয় যারা শিক্ষা, গবেষণা ও তার সামাজিক প্রভাব এর উপর গুরুত্ব আরোপ করে আসছে। শিক্ষার আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতকরণে তুরস্কের বাইরের শিক্ষার্থীদেরকে প্রত্যেকটি বিষয় শতভাগ ইংরেজি ভাষায় প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় গ্লোবাল প্ল্যাটফর্ম হিসেবে মোট ৮ টি বিষয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদন গ্রহণ করা হচ্ছে। এবার আসা যাক অধ্যয়নযোগ্য বিষয়গুলোতে, এক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অনুষদের আওতায় কোটা বরাদ্দ করা হয়েছেঃ স্থাপত্যবিদ্যা অনুষদের অধীনে, স্থাপত্যবিদ্যা (৭), ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে, ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (১০), ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (১০), সিভিল ইঞ্জিনিয়ারিং (১০), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (১০), কম্পিউটার ইঞ্জিনিয়ারিং(৮), ম্যানেজমেন্ট অনুষদের অধীনে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (১০), লাইফ অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের অধীনে, মলিকিউলার বায়োলজি অ্যান্ড জেনেটিক্স (৮)। স্কলারশিপ ফি সংক্রান্ত তথ্যঃ প্রি-রেজিস্ট্রেশন ডিপোসিট ( 500$ or 15285 Turkish Lira) ব্যতীত সম্পূর্ণ শিক্ষাকালীন সময়ে কোন টিউশন ফি গ্রহণ করা হবে না। এই শিক্ষাবৃত্তি কেবল উল্লেখিত অনুষদের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ফি থেকে বৃত্তির অংশটি (টিউশন) বাদে বাকি টাকা পরিশোধ করতে হবে। স্কলারশিপে যেসব সুযোগ অর্জন করতে পারবেনঃ -আবেদনকারী শিক্ষার্থী তুরস্কের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে চার বছরের স্নাতক সম্পন্ন করতে পারবেন। - প্রতিষ্ঠানের অন্যান্য ফি অত্যন্ত স্বল্পমূল্যের হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাবতীয় সুযোগ-সুবিধা তথা ক্যাম্পাস অ্যাকমোডেশনের ব্যবস্থা করবে, এখানে ডরমিটরি ফিও অত্যন্ত কম। - তুরস্কের সর্বাধিক উচ্চযোগ্যতসম্পন্ন শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণ করতে পারবে। - তাছাড়া কায়সেরির লিভিং এক্সপেন্স রাজধানী ইস্তাম্বুল ও আঙ্কারা শহরের চেয়ে তিনগুন কম। -আরও উল্লেখজনক ব্যাপার হচ্ছে, AGU এর ডরমিটরি থেকে ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত কাপাডসিয়া (Cappadocia) মাত্র ৪০ মিনিটের দূরত্বে এবং আরসিয়েস স্কি রিসোর্ট (Erciyes Ski Resort) মাত্র ২৫ মিনিটের রাস্তার দূরত্বে হওয়ায় কায়সেরি একটি অপূর্ব সুন্দর পর্যটন কেন্দ্র। আবেদনের যোগ্যতাঃ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চমাধ্যমিক (HSC) পরীক্ষায় ন্যুনতম গ্র্যাজুয়েশন স্কোর ৮০% বা (B equivalent, 4/5) থাকতে হবে। SAT, ACT, GCE A-Levels, IB দিয়ে থাকলে তার স্কোর উল্লেখ করতে হবে। এছাড়াও TOEFL এর জন্য নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। তবে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে থাকলে লাগবে না TOEFL (PBT) 537, TWE 4.0 − Computer based TOEFL (CBT) 203, TWE 4.0 − İnternet based TOEFL (IBT) 75, TWE 19 আবেদন করার স্থানঃ অনলাইন আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ সবগুলো স্ক্যান করে আপলোড করতে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট পাসপোর্ট অফিশিয়াল ID ফটো সকল পরীক্ষার মার্কসিট/ ট্রান্সক্রিপ্ট TOFEL সার্টিফিকেট অন্যান্য (রেফারেন্স লেটার, অ্যাওয়ার্ড, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস) আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে এই সাইটে প্রবেশ করতে হবে এবং স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। সাইটটিতে “Requirements” এবং “Essential Documents” এর ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেয়া আছে। “Apply Here” সেকশনে যেয়ে আপনাকে অনলাইন ফর্মটি ফিল আপ করতে হবে। আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। পুরো অনলাইন আবেদন প্রক্রিয়ায় অনলাইন সাপোর্ট পাবেন মাত্র ১০০০ টাকায়। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। উল্লেখ্য, ফর্ম পূরণের এক পর্যায়ে “ভলিউম নম্বর” চাওয়া হবে, এটি শুধুমাত্র তুরস্কের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। কান্ট্রি সিলেকশনের পরপরই অপশনটি আর থাকবে না। আবেদনের শেষ সময়ঃ আগস্ট ০৩, ২০১৮। |
Archives
March 2022
Categories
All
|