অ্যাডিলেড অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান নগর। এছাড়াও এটি দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী। ভারত মহাসাগর থেকে উদ্ভূত সেন্ট ভিনসেন্ট উপসাগরের কাছাঁকাছি টরেন্স নদী তীরবর্তী এলাকায় এ নগরের অবস্থান। নগরের মধ্য দিয়ে এ নদী প্রবাহিত হয়েছে। এখানেই ১৮৭৪ সালে অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার টপ দশটি বিশ্ববিদ্যালয়ের একটি। ওয়ার্ল্ড র্যাঙ্কিংএ এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১১৪। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।
অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থীদের অ্যাডিলেড স্কলারশিপ ইন্টারন্যাশনাল স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপের আওতায় University of Adelaide এর রিসার্চ প্রোগ্রামগুলোতে মাস্টার্স অথবা ডক্টরাল করা যাবে। বাংলাদেশী শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে সেমিস্টার-১ ইনটেকের জন্য প্রথম রাউন্ডের আবেদন চলছে। |
Archives
March 2022
Categories
All
|