যুক্তরাজ্যে পড়ার ক্ষেত্রে জনপ্রিয় একটি স্কলারশিপ হলো ব্রিটিশ চেভেনিং বা শেভেনিং স্কলারশিপ। এতে অর্থায়ন করে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস বা এফসিও এবং বিভিন্ন সহযোগী সংগঠন। বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাবী ও নেতৃত্বের যোগ্যতাসম্পন্নরা এ স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে থাকে। ব্রিটেনের যেকোনো বিশ্ববিদ্যালয়ে যেকোনো বিষয়ে এক বছরের মাস্টার ডিগ্রি নিতে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য বাংলাদেশী শিক্ষার্থীরা ৩ সেপ্টেম্বর থেকে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে এর আগেই আপনার পছন্দের কোর্সে আবেদন করে ফেলতে পারেন।
The Chulabhorn Graduate Institute (CGI) এ স্কলারশিপসহ স্নাতকোত্তর পর্যায়ে (মাস্টার্স) অধ্যয়নের জন্য আবেদন আহ্বান করছে। রাজধানী ব্যাংককে অবস্থিত এ ইন্সটিটিউটটি থাইল্যান্ডের একটি বেসরকারি গ্র্যাজুয়েট ইন্সটিটিউট যেটি Chulabhorn Research Institute (CRI) এর ফ্যাকাল্টি মেম্বারদের দ্বারা গঠিত।
কুলাভর্ন গ্রাজুয়েট ইন্সটিটিউট থাইল্যান্ডের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যা ২০০৫ সালে প্রিন্সেস কুলাভর্ন মাহিদল এর ৪৮ তম জন্মদিন উপলক্ষে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রিন্স কুলাভর্ন মাহিদল থাইল্যান্ডের একজন বিখ্যাত বিজ্ঞানী। বিজ্ঞানে মেধার স্বীকৃতি স্বরূপ তিনি আন্তর্জাতিকভাবে বিভিন্ন পুরস্কার লাভ করেছেন। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাকে আরো ছড়িয়ে দেয়ার জন্যে তিনি এ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেন। বর্তমানে ইন্সটিটিউটটি গবেষণার জন্য বিশ্বব্যাপী সমাদৃত। সিজিআই পোস্টগ্রাজুয়েট স্কলারশিপ ফর নন-আসিয়ান স্কেমের আওতায় পাঁচজন (০৫) জন বাংলাদেশী শিক্ষার্থী নিম্নোক্ত বিষয়সমূহে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ পাবে। Applied Biological Sciences: Environmental Health Environmental Toxicology Chemical Biology প্রতিবছরের ন্যায় এবারো মিশরীয় সরকার কতৃক আন্ডারগ্র্যাজুয়েট এবং মাস্টার্স পর্যায়ে শিক্ষাবৃত্তি ঘোষণা করা হয়েছে।
মিশর সরকার কর্তৃক প্রদত্ত এই শিক্ষারবৃত্তির আওতায় বাংলাদেশী শিক্ষার্থীরা আন্ডারগ্র্যাজুয়েট এবং মাস্টার্স পর্যায়ে সেদেশে পড়তে পারবে। এক্ষেত্রে উল্লেখ্য যে, অন্তত ২৫ শতাংশ প্রার্থী সিলেক্ট করা হবে মেডিসিন, ফার্মেসী এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জন্য। আগ্রহী শিক্ষার্থীদের মিশরীয় উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রদত্ত নিয়মামাফিক আবেদন ও অনলাইন রেজিস্ট্রেশন এবং আমাদের শিক্ষা মন্ত্রনালয়ে অনলাইনে আবেদন করতে হবে। মিশরের বিশ্ববিদ্যালয়সমূহে শুধুমাত্র অনলাইন ভর্তি হয়ে থাকে। ফলে অনলাইন আবেদন ব্যতীত কোনো শিক্ষার্থীর মনোনয়ন মিশরীয় কর্তৃপক্ষ গ্রহণ করে না। চলুন দেখে নেয়া যাক এই স্কলারশিপের খুঁটিনাটি বিষয়গুলো। চুলালং বিশ্ববিদ্যালয়ের সাসিন গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন SASIN Graduate IBA ১৯৮২ সালে প্রতিষ্ঠিত থাইল্যান্ডের অন্যতম একটি বিজনেস স্কুল। এটি AACSB এবং EQUIS এর স্বীকৃতি পাওয়া প্রথম থাই বিজনেস স্কুল।
SASIN Graduate IBA (Chulalongkorn University) স্কলারশীপসহ MBA ডিগ্রির জন্য আবেদন আহ্বান করছে। এই স্কলারশিপের সবচেয়ে আকর্ষনীয় ব্যাপার হল যেকোনো বিষয় থেকে ব্যাচেলর ডিগ্রিধারীরা এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে। স্কলারশিপের আওতায় সম্পুর্ন বা আংশিক টিউশন ফি কভার হবে। এছাড়া আবেদনকারীরা ইন্টার্নশিপের জন্যও আবেদন করতে পারবে। ইন্টার্নশিপের আওতায় শিক্ষার্থীদেরকে সপ্তাহে ৩০ ঘন্টা পর্যন্ত টিএ, আরএ অথবা প্রসাশনিক কাজ করতে হতে পারে। স্কলারশিপ ছাড়া ইন্টার্নশিপের মাধ্যমেও পুরো টিউশন ফি কভার করার সুযোগ থাকবে। এছাড়া ইন্টার্নের আওতায় ক্যান্টিনে খাওয়ার জন্য মাসে ৫ হাজার টাকা সমপরিমান ক্রেডিট দেয়া হবে। The German Academic Exchange Service (DAAD) আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে বিভিন্ন রকমের স্কলারশিপ বা ফান্ড দিয়ে থাকে। এগুলো সামগ্রিকভাবে দাদ স্কলারশিপ হিসেবে পরিচিত। জার্মানীতে পড়ার ক্ষেত্রে দাদ স্কলারশিপ বহুল প্রচলিত।
বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য পোস্টগ্রাজুয়েট লেভেলে দাদ কর্তৃপক্ষ বিভিন্ন স্কলারশিপ দিয়ে আসছে। এরকমই একটি স্কলারশিপ আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন, মনুমেন্ট কনজারভেশন, আরবান প্ল্যানিং, আরবান ডেভেলপমেন্ট, রিজিওনাল প্ল্যানিং, ল্যান্ডস্কেপ আর্কিটেকচার, এবং ল্যান্ডস্কেপ প্ল্যানিং ফিল্ডের শিক্ষার্থীদের দেয়া হয়ে থাকে। এই স্কেমের আওতায় আমাদের দেশের এই ফিল্ডগুলোতে শিক্ষার্থীরা জার্মানীতে ১০ থেকে ২৪ মাস মেয়াদী মাস্টার্স করতে পারবে। চলুন তাহলে জেনে নেয়া যাক বিস্তারিত। The German Academic Exchange Service (DAAD) আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে বিভিন্ন রকমের স্কলারশিপ বা ফান্ড দিয়ে থাকে। এগুলো সামগ্রিকভাবে দাদ স্কলারশিপ হিসেবে পরিচিত। জার্মানীতে পড়ার ক্ষেত্রে দাদ স্কলারশিপ বহুল প্রচলিত। বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য পোস্টগ্রাজুয়েট লেভেলে দাদ কর্তৃপক্ষ বিভিন্ন স্কলারশিপ দিয়ে আসছে। এরকমই একটি স্কলারশিপ ফাইন আর্টস,ডিজাইন, ভিজুয়্যাল কমিউনিকেশন এবং ফিল্ম ফিল্ডের শিক্ষার্থীদের দেয়া হয়ে থাকে। এই স্কেমের আওতায় আমাদের দেশের এই ফিল্ডগুলোতে শিক্ষার্থীরা জার্মানীতে ১০ থেকে ২৪ মাস মেয়াদী মাস্টার্স করতে পারবে। চলুন তাহলে জেনে নেয়া যাক বিস্তারিত।
|
Archives
March 2022
Categories
All
|