শ্রীলংকার বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ার জন্য বাংলাদেশী শিক্ষার্থীদেরকে ‘প্রেসিডেন্ট স্কলারশীপ’ দেয়া হবে। আবেদন পত্র চাহিত সকল তথ্য ও কাগজপত্র সহ উপ-সচিব (বৃত্তি), রুম নং-১৭০৬, ভবন নং-০৬, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে।যারা বৃত্তির জন্য সিলেক্ট হবেন তারা শ্রীলংঙ্কান গভর্নমেণ্ট থেকে টিউশন ফি, থাকা খাওয়ার খরচ, বিমান টিকেট এবং চিকিৎসা ভাতা পাবেন । সবমিলিয়ে ৫ জন এই স্কলারশীপটি পাবেন ।
বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের জন্য ইংল্যান্ডে স্কলারশিপসহ মাস্টার্স এবং পিএইচডি করার সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে। কমনওয়েলথ তার অধিভুক্ত বিভিন্ন উন্ননশীল দেশসমূহের ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান করছে। কমনওয়েলথের সাথে যুক্ত ইংল্যান্ডের যেকোনো বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ের জন্য আবেদন করা যাবে। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এর অর্থায়নে যুক্তরাজ্যের প্রথমসারির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য এ স্কলারশীপ দেয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদেরকে ১৫ সেপ্টেম্বর তারিখের মধ্যে ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭’ ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র কমিশনের আইসিসি শাখায় জমা দিতে হবে।
এক বছর মেয়াদী মাস্টার্স অধ্যয়নের জন্য স্কলারশীপ দিবে যুক্তরাজ্য সরকার। আগ্রহী শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী যেকোন বিষয়েই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। আবেদন করার শেষ তারিখ ৮ নভেম্বর ২০১৬। উল্লেখ্য, ২০১৭-১৮ একডেমিক শিক্ষাবর্ষের জন্য আবেদন আহবান করা হচ্ছে।
ফরেন এন্ড কমনওয়েলথ অফিস (এফসিও) এর অর্থায়নে এ স্কলারশীপ প্রদান করা হয়। স্কলারশীপ ও ফেলোশিফ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এ দুই ধরনের সুবিধাই পাবেন। |
Archives
March 2022
Categories
All
|