হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০২২-২৩ শিক্ষা বর্ষে প্রায় ৫ হাজার বিদেশী শিক্ষার্থী এই স্কলারশিপের আওতায় আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, ওয়ান টায়ার মাস্টার্স এবং ডক্টরাল হাঙ্গেরি তে পড়তে পারবে। গতবছর গুলোর ধারাবাহিকতায় এবছরও বাংলাদেশ থেকে আন্ডারগ্র্যজুয়েট এবং মাস্টার্স পর্যায়ে এবং ডক্টরাল প্রোগ্রামে ১৪০ জনকে এই স্কলারশিপ দেয়া হবে। এরমধ্যে ৩০ টি আসন থাকবে শুধু Nuclear Energetics এর জন্য। উল্লেখ্য এ নিয়ে ৪র্থ বারের মত বাংলাদেশী শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেয়া হচ্ছে। পুর্বের ৩ বারের ন্যায় এবারো এই স্কলারশিপ আবেদনে আমাদের অনলাইন সাপোর্ট নেয়া যাবে।
হাঙ্গেরি সরকার এর মাধ্যমে দেশটিতে বিদেশী শিক্ষার্থী বৃদ্ধি করার নীতি গ্রহণ করেছে। কোনো শিক্ষার্থী যদি একই সাথে আন্ডারগ্র্যাজুয়েট এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ নিতে ইচ্ছুক থাকে তাহলে ওয়ান টায়ার মাস্টার্সের জন্য আবেদন করতে হবে। ওয়ান টায়ার প্রোগ্রাম টি দেয়া হচ্ছে জেনারেল মেডিসিন, ফার্মেসী, ডেন্টিস্ট্রি, আর্কিটেকচার, আইন, ভেটেরিনারি সার্জারি, ফরেস্ট্রি ইঞ্জিন্যারিং ইত্যাদি সাবজেক্টের ক্ষেত্রে। ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য আন্ডারগ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং পিএইচডি প্রোগ্রামের জন্য আইসিসিআর স্কলারশিপ আবেদন শুরু হয়েছে। ভারত সরকার বাংলাদেশের পাশাপাশি ইউরোপ-আমেরিকা-আফ্রিকা-এশিয়ার মোট ৭৩টি দেশের শিক্ষার্থীকে এই স্কলারশিপ দিচ্ছে। এপর্যন্ত মোট ৩৫০০ জন বাংলাদেশী এই স্কলারশিপটি পেয়েছেন। । প্রতি বছর Bangladesh Scholarship Scheme ICCR-এর আওতায় মোট ২০০ জন স্কলারকে নির্বাচন করা হয়। গতবারের ন্যায় এবারো এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নেয়া যাবে। অনলাইন সাপোর্ট নেয়া সবাইকে আইসিসিআরের ইপিটি (EPT) পরীক্ষার নমুনা প্রশ্ন দেয়া হবে।
|
Archives
March 2022
Categories
All
|