বোম্বের আইআইটি তে এম টেক করার জন্য DAAD আঞ্চলিক স্কলারশিপ প্রোগ্রামের পক্ষ থেকে বাংলাদেশী এবং নেপালী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আইআইটি ভারতের ভারতের প্রথম সারির শিক্ষা-প্রতিষ্ঠান’গুলির অন্যতম। এটি কারিগরি-শিক্ষাদানের ব্যাপারে ভারতের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিউএস র্যাঙ্কিং এর বর্তমান তথ্য অনুযায়ী বিশ্বে এর অবস্থান ১৬২।
ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের আওতায় Sustainable and Innovative Natural Resource Management(SINReM) বিষয়ে মাস্টার্স (MSc) করা যাবে। এটি একটি ইন্টারন্যাশনাল মাস্টার অফ সায়েন্স যৌথ ডিগ্রি প্রোগ্রাম। নিম্নে উল্লেখিত তিনটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে এ ডিগ্রি প্রদান করা হয়ে থাকে। বিশ্ববিদ্যালয় হলো-
• Ghent University /Belgium • TU Bergakademie Freiberg (Freiberg University of Mining and Technology)/Germany • Uppsala University /Sweden আপনি যদি পদার্থবিদ্যা বা এস্ট্রোনমিতে স্নাতক সম্পন্ন করে থাকেন এবং স্নাতকোত্তর পড়াশোনা নেদারল্যান্ডে করতে চান তাহলে ওর্ট স্কলারশিপ (Oort scholarship) নিয়ে ভেবে দেখতে পারেন। ওর্ট স্কলারশিপের অধীনে ফুল এবং আংশিক ফান্ডিং এর মাধ্যমে নন-ডাচ শিক্ষার্থীদের জন্য লেইডেন বিশ্ববিদ্যালয় এস্ট্রোনমিতে এমএসসি ডিগ্রি অর্জনের সুযোগ প্রদান করছে।
১৬৩৩ সালে প্রতিষ্ঠিত লেইডেন অবজারভেটরি হচ্ছে বিশ্ববাদ্যালয় লেভেলে বিশ্বের সবচেয়ে প্রাচীন এস্ট্রোনমি বিভাগ। ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের আওতায় Sustainable Transportation and Electrical Power Systems (STEPS) বিষয়ে মাস্টার্স (MSc) করা যাবে। এটি একটি যৌথ ডিগ্রি প্রোগ্রাম। প্রোগ্রামের সময়কাল ২ বছর। নিম্নে উল্লেখিতি চারটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে এ ডিগ্রি প্রদান করা হয়ে থাকে।
বিশ্ববিদ্যালয় হলো- • University of Oviedo (Spain) • University of Nottingham (UK) • University of Rome (Italy) • Polytechnic Institute of Coimbra (Portugal) এরমধ্যে অন্তত তিনটি বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে সম্পূর্ণ প্রোগ্রাম সম্পন্ন করার জন্য। এক্ষেত্রে দুটি ট্র্যাকের যেকোনো একটি সিলেক্ট করতে হবে। ট্র্যাকগুলো হলো- Coimbra-Nottingham-Oviedo এবং Rome-Nottingham-Oviedo. আগের লেখায় আমরা জানিয়েছিলাম সুইডেনের সবথেকে বেশি আলোচিত এসআই স্কলারশিপের ব্যাপারে। এবারে আমরা জানাবো সুউইডেনের University of Gothenburg এর University of Gothenburg Study Scholarship (UGSS) স্কলারশিপের ব্যাপারে। এই স্কলারশিপের মূল নাম The Axel Adler Scholarship.
University of Gothenburg তে আবেদন করা বিদেশী শিক্ষার্থীদের মধ্যে মোট ২৫ জনকে এই স্কলারশিপ দেয়া হবে। সুইডেনে এই সেশনে আবেদনের জন্য যারা এখনো চূড়ান্তভাবে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করেন নি তারা University of Gothenburg কে আপনার লিস্টে যোগ করতে পারেন। সুইডেনে পড়াশোনার ক্ষেত্রে স্কলারশিপের কথা ভাবলে যে নামটি সবার আগে চলে আসে তা হলো এসআই (SI Scholarship)। এসআই স্কলারশিপ নামে পরিচিত এ স্কলারশিপের মূল নাম হলো সুইডিশ ইন্সটিটিউট স্টাডি স্কলারশিপস (Swedish Institute Study Scholarships). এবছর এই স্কলারশিপটি Swedish Institute Scholarships for Global Professionals (SISGP) নামে দেয়া হচ্ছে।মূলত সুইডেনে ১-২ বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামের জন্য এই স্কলারশিপ দেয়া হয়ে থাকে।
এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ। বাংলাদেশী শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবার সারা বিশ্ব থেকে ৪২ টি দেশের মোট ৩০০ জনকে এই স্কলারশিপের জন্য সিলেক্ট করা হবে।চলুন জেনে নিই বিস্তারিত। |
Archives
March 2022
Categories
All
|