উচ্চতর ডিগ্রির সুযোগ দেয়া হয়েছে অস্ট্রেলিয়ায়। University of Adelaide থেকে বিনে পয়সায় মাস্টার্স অথবা Doctoral করা যাবে। এর বাইরেও রয়েছে নানা সুযোগ। অস্ট্রেলিয়ায় উচ্চতর ডিগ্রি নিতে টিউশন ফি লাগবে না। এছাড়া বার্ষিক লিভিং এলাউন্স হিসেবে পাবেন ২০ লাখ টাকার উপরে। টিউশন ফি (মাস্টার্সের জন্য দুই বছর আর ডক্টরালের জন্য ৩ বছর) ফ্রি। annual living allowance পাবেন বাংলাদেশি টাকায় ২০ লাখের উপরে।
যোগ্যতা ও শর্তাবলীঃ ১. আবেদনকারীকে অবশ্যই অস্ট্রেলিয়ান প্রথম শ্রেণীর স্নাতক এর সমমান ডিগ্রীধারী হতে হবে। এক্ষেত্রে চার বছরে ডিগ্রীর শেষ বর্ষে মেজর রিসার্চ প্রোজেক্ট থাকতে হবে। ২. স্কলারশিপ একাডেমিক ফলাফলের উপর ভিত্তি করে প্রদান করা হবে। ৩.মাস্টার্স ডিগ্রীর জন্য আবেদনকারী অবশ্যই অস্ট্রেলিয়ান মাস্টার্স ডিগ্রীর সমমান ডিগ্রীধারী হতে পারবে না। একইভাবে ডক্টরেট ডিগ্রীর জন্য আবেদনকারী অবশ্যই অস্ট্রেলিয়ান ডক্টরেট ডিগ্রীর সমমান ডিগ্রীধারী হতে পারবে না। ৪. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এর নাগরিকগণ এই স্কলারশীপের জন্য আবেদন করতে পারবে না। ৫. যারা নিজ দেশে গবেষণা ভিত্তিক মাস্টার্স কোর্সে পড়াশোনা করছে তারা আবেদনের যোগ্য হবে না। ৬. যারা ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের জন্য আবেদন করেছে তারাও এই স্কলারশীপের জন্য আবেদন করতে পারবে। ৭. যারা আবেদন করে ইন্টারন্যাশনাল স্কলারশীপ রাউন্ডের জন্য আবেদনকারী হিসেবে বিবেচিত হয়েও বাদ পড়েছে তারা পরবর্তী রাউন্ডে কোনোরকম আবেদন ছাড়াই আবেদনকারী হিসেবে পুনঃবিবেচিত হবে। তবে ২ বার আবেদনকারী হিসেবে বিবেচিত হলে ৩য় বার পুনঃবিবেচিত হবে না। ৮. কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া এবং ইউনিভার্সিটি অফ অ্যাডেলেইড কর্তৃক অন্য কোনো স্কলারশীপের জন্য বিবেচিত হয়ে থাকলে ASI স্কলারশীপের আবেদনের জন্য যোগ্য হবে না। কর্তৃপক্ষ চাইলে স্কলারশিপের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে পারে। আবার কোনো স্কলারশিপ বাতিলের সকল ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষন করে। আবেদনের জন্য ক্লিক করুন আবেদনের শেষ সময় ৩১ আগস্ট ২০১৬। |
Archives
March 2022
Categories
All
|