অ্যাডিলেড অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান নগর। এছাড়াও এটি দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী। ভারত মহাসাগর থেকে উদ্ভূত সেন্ট ভিনসেন্ট উপসাগরের কাছাঁকাছি টরেন্স নদী তীরবর্তী এলাকায় এ নগরের অবস্থান। নগরের মধ্য দিয়ে এ নদী প্রবাহিত হয়েছে। এখানেই ১৮৭৪ সালে অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার টপ দশটি বিশ্ববিদ্যালয়ের একটি। ওয়ার্ল্ড র্যাঙ্কিংএ এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১১৪। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থীদের অ্যাডিলেড স্কলারশিপ ইন্টারন্যাশনাল স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপের আওতায় University of Adelaide এর রিসার্চ প্রোগ্রামগুলোতে মাস্টার্স অথবা ডক্টরাল করা যাবে। বাংলাদেশী শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে সেমিস্টার-১ ইনটেকের জন্য প্রথম রাউন্ডের আবেদন চলছে। যা যা পাবেন- *টিউশন ফি (মাস্টার্সের জন্য দুই বছর আর ডক্টরালের জন্য ৩ বছর) *লিভিং এলাওয়েন্স হিসেবে পাবেন বছরে বাংলাদেশি টাকায় প্রায় ১৬ লাখ টাকা। *স্বাস্থ্য বীমা যোগ্যতা ও শর্তাবলী- ১. আবেদনকারীকে অবশ্যই অস্ট্রেলিয়ান প্রথম শ্রেণীর স্নাতক এর সমমান ডিগ্রীধারী হতে হবে। ২. স্কলারশিপ একাডেমিক ফলাফলের উপর ভিত্তি করে প্রদান করা হবে। ৩.মাস্টার্স ডিগ্রীর জন্য আবেদনকারী অবশ্যই অস্ট্রেলিয়ান মাস্টার্স ডিগ্রীর সমমান ডিগ্রীধারী হতে পারবে না। একইভাবে ডক্টরেট ডিগ্রীর জন্য আবেদনকারী অবশ্যই অস্ট্রেলিয়ান ডক্টরেট ডিগ্রীর সমমান ডিগ্রীধারী হতে পারবে না। ৪. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এর নাগরিকগণ এই স্কলারশীপের জন্য আবেদন করতে পারবে না। ৫. যারা নিজ দেশে গবেষণা ভিত্তিক মাস্টার্স কোর্সে পড়াশোনা করছে তারা আবেদনের যোগ্য হবে না। ৬. যারা ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের জন্য আবেদন করেছে তারাও এই স্কলারশীপের জন্য আবেদন করতে পারবে। ৭. যারা আবেদন করে ইন্টারন্যাশনাল স্কলারশীপ রাউন্ডের জন্য আবেদনকারী হিসেবে বিবেচিত হয়েও বাদ পড়েছে তারা পরবর্তী রাউন্ডে কোনোরকম আবেদন ছাড়াই আবেদনকারী হিসেবে পুনঃবিবেচিত হবে। তবে ২ বার আবেদনকারী হিসেবে বিবেচিত হলে ৩য় বার পুনঃবিবেচিত হবে না। ৮. কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া এবং ইউনিভার্সিটি অফ অ্যাডেলেইড কর্তৃক অন্য কোনো স্কলারশীপের জন্য বিবেচিত হয়ে থাকলে ASI স্কলারশীপের আবেদনের জন্য যোগ্য হবে না। কর্তৃপক্ষ চাইলে স্কলারশিপের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে পারে। আবার কোনো স্কলারশিপ বাতিলের সকল ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষন করে। অনলাইনে আবেদনের জন্য ক্লিক করুন। উল্লেখ্য আবেদন করতে কোনো ফি লাগবে না। আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন সেক্ষেত্রে আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। আমাদের সাপোর্ট ফি মাস্টার্সের জন্য ১০২০ টাকা। ডক্টরালের জন্য ২০৪০ টাকা। আবেদন শুরু করার আগে সুপারভাইজর পেতে হবে। অনলাইন সাপোর্টের আওতায় সুপারভাইজরদের ইমেইল খুঁজে দেয়া, তারা এখনো নেক্সট ইনটেকের জন্য স্টুডেন্ট নিচ্ছেন কিনা এগুলো আমরা চেক করে দিবো। এছার ইমেইল কমিউনিকেশনে প্রয়োজনীয় গাইডলাইন পাবেন। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আবেদনের শেষ সময় ৩১ আগস্ট ২০১৯, জুলাই ২০২০ ইনটেকের জন্য। স্টেটমেন্ট অফ পারপাসের খুটিনাটি Statement of Purpose (SOP)- 2 |
Archives
March 2022
Categories
All
|