অস্ট্রেলিয়া এওয়ার্ডস স্কলারশিপের (Australia Awards Scholarship) আওতায় অস্ট্রেলিয়ায় মাস্টার্স পড়ার জন্য ২০২৩ সেশনের জন্য বাংলাদেশী শিক্ষার্থীদেরকে স্কলারশীপ দেয়া হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে অস্ট্রেলিয়া সরকার সম্পূর্ণ মেধার ভিত্তিতে এ স্কলারশীপ দিবে। নির্বাচিত শিক্ষার্থী দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট কিছু বিষয়ে মাস্টার্স কোর্স পড়তে পারবে। রাউন্ড-ট্রিপ এয়ার টিকেট, টিউশন ফি, আবাসন ভাতাসহ শিক্ষার্থীর যাবতীয় খরচ কর্তৃপক্ষ বহন করবে। আবেদন করা যাবে ২৯ এপ্রিল পর্যন্ত। উল্লেখ্য শুধু বিসিএস কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক, জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা, এনজিও, প্রাইভেট সেক্টরে কর্মরত, ব্রাক এবং আইসিসিডিআর বি এর মত গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া একাডেমিয়া, মিডিয়া, কালচারাল ইন্সটিটিউশন এবং এন্ট্রাপ্রেনিউর বা উদ্যোক্তাদেরো আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। সিলেকটেড আবেদনকারীদের মধ্যে অন্তত ৫০% নারী আবেদনকারী রাখা হবে। যে বিষয় গুলোতে আবেদন করা যাবে- Blue economy Fisheries & aquaculture, Marine & maritime studies, Seaports & shipping Health Health leadership Health management International & global public health Nutrition Pharmaceutical science Public health Development Environment Sustainability Agriculture Climate change & disaster risk reduction Environment sustainability& development Emergency & humanitarian response management Water resources management Trade Industry Arts management Financial planning & management International trade & business Sustainable & eco-tourism Public Policy Economics Governance Human rights & international relations Power, energy & mineral resources Public administration Public finance & economics Public policy & management Infrastructure Science Engineering Computer science (including Artificial Intelligence & Machine Learning) Engineering Information technology Transport & infrastructure Security studies Counter-terrorism and countering violent extremism Cyber security Police studies & intelligence কোর্স লেভেল: মাস্টার্স কোর্স করার জন্য এ স্কলারশীপ দেয়া হবে। বর্ণনা:
এ ছাড়া নাগরিক জীবনে সাধারণত প্রয়োজনীয় সকল সুবিধা এ স্কলারশীপের অন্তর্ভুক্ত। যোগ্যতা:
ভাষাগত যোগ্যতা: আগ্রহী শিক্ষার্থীকে আইএলটিএস অথবা টোফেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আইএলটিএস এর ক্ষেত্রে ন্যুনতম ৬.৫ স্কোর অর্জন করতে হবে। টোফেল-এ পেপার বেজ্ড পরীক্ষায় ন্যুনতম ৫৮০ ও কম্পিউটার বেজ্ড পরীক্ষায় ন্যুনতম ২৩৭ স্কোর অর্জন করতে হবে। তবে নারী, ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের আবেদনকারীদের ক্ষেত্রে স্কোর ৬.০ হলেই হবে। নির্বাচন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই করার পর প্রাথমিকভাবে নির্বাচিত সীমিত সংখ্যক শিক্ষার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। মৌখিক ও লিখিত পরীক্ষার পর চুড়ান্তভাবে নির্বাচন করা হবে। অনলাইনে আবেদন করতে হবে এখানে । আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন এবং আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। আমাদের সাপোর্ট ফি এই প্রোগ্রামে ২০৪০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আবেদন করার শেষ তারিখ ২৯ এপ্রিল ২০২২। ক্যানবেরা সময় ১১ টা ৫৯ পিএম। সিলেক্টেড ক্যান্ডিডেটদের ৩০ আগস্ট ২০২২ এর আগেই ফলাফল জানিয়ে দেয়া হবে। তুর্কি বুর্সলারি স্কলারশিপ KAUST ফেলোশিপ |
Archives
March 2022
Categories
All
|