ব্রুনেই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। এটি একটি রাজতান্ত্রিক ইসলামী দেশ। বলা হয়ে থাকে ব্রুনেই সুলতানের বাসভবন ইসতানা নুরুল ইমান বিশ্বের সবথেকে বড় রাজপ্রাসাদ। সমৃদ্ধ অর্থনীতির এই দেশটিতে প্রতিবারের ন্যায় এবারো সরকারী স্কলারশিপ নিয়ে কিছুসংখ্যক বাংলাদেশী শিক্ষার্থী পড়তে পারবেন। ডিপ্লোমা, আন্ডারগ্র্যাজুয়েট এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করা যাবে। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত। এই স্কলারশিপের আওতায় যা যা পাবেন- ১। সম্পূর্ণ ফ্রি টিউশন ফি ২। আসা-যাওয়ার বিমান টিকেটে (ইকোনমিক ক্লাস) ৩। বৃত্তিপ্রাপ্তদের ব্রুনেই সরকার মাসিক ভাতা ৫০০ ব্রুনেই ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ৩১ হাজার টাকা ৪। বার্ষিক(বইয়ের জন্য) ৬০০ ব্রুনেই ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ৩৮ হাজার টাকা ৫। মাসিক খাবার ভাতা ১৫০ ব্রুনেই ডলার প্রদান করবে যা বাংলাদেশী টাকায় প্রায় ৯ হাজার টাকা, এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে থাকতে পারবেন। এজন্য কোনো খরচ লাগবে না। এই স্কলারশিপের আওতায় যে প্রতিষ্ঠান গুলোতে আবেদন করা যাবে- ১। ইউনিভার্সিটি ব্রুনেই দারুসসালাম ২। ইউনিভার্সিটি ইসলাম সুলতান শরীফ আলী ৩। ইউনিভার্সিটি টেকনোলোজি ব্রুনেই ৪। পলিটেকনিক ব্রুনেই আবেদনের যোগ্যতা- ১। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে ৩১ শে জুলাই ২০২১ এ বয়স ১৮-২৫ এর মধ্যে হতে হবে। পোস্টগ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ৩৫ এর উর্দ্ধে হওয়া যাবে না। ২। সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে। ৩। ইংরেজিতে দক্ষতার সার্টিফিকেট থাকলে প্রাধান্য দেয়া হবে। আবেদন করবেন যেভাবে- প্রথমে অনলাইনে এখানে আবেদন করতে হবে। প্রোগ্রাম কোড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাবেন। এছাড়া যারা আমাদের অনলাইন সাপোর্ট নিবেন তাদের ক্ষেত্রে প্রোগ্রাম কোড আমরা বের করে দিবো। এরপর এখানে দেয়া ৫ নং পেজ থেকে ১৮ নং পেজ এর ফরম টি পূরণ করতে হবে। অনলাইন সাপোর্ট যারা নিবেন তাদের সবাইকে এই ফরমের রঙ্গিন সফট কপি সরবরাহ করা হবে। এই দুই আবেদন কপি পূরণ করে ইমেইল করতে হবে এই ঠিকানায়- applyBDGS2021@mfa.gov.bn। এই দুই কপি সংশ্লিষ্ট সার্টিফিকেট/মার্কশিট, পাসপোর্ট, জাতীয়তার আইডি, IELTS/TOEFL, পুলিশ ক্লিয়ারেন্স বা ভেরিফিকেশন ইমেইল করতে হবে। ফাইল সাইজ ১০ এমবির ভিতরে হতে হবে। ইউনিভার্সিটি ব্রুনেই দারুসসালাম এ আবেদনকারীদের এরপরে আবার উক্ত বিশ্ববিদ্যালয়েও আলাদা করে একটি আবেদন করতে হবে। উল্লেখ্য, পুলিশ ক্লিয়ারেন্স বা ভেরিফিকেশন অবশ্যই দিতে হবে। আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। পুরো অনলাইন আবেদন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে এবং সংশ্লিষ্ট বিষয়ে গাইডলাইন পেতে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। অনলাইন সাপোর্ট ফি ১০২০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আবেদনের শেষ সময় ৫ ফেব্রুয়ারি ২০২১ রাত ১২ টা পর্যন্ত। জার্মানীর যত স্কলারশিপ |
Archives
March 2022
Categories
All
|