যুক্তরাজ্যে পড়ার ক্ষেত্রে জনপ্রিয় একটি স্কলারশিপ হলো ব্রিটিশ চেভেনিং বা শেভেনিং স্কলারশিপ। এতে অর্থায়ন করে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস বা এফসিও এবং বিভিন্ন সহযোগী সংগঠন। বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাবী ও নেতৃত্বের যোগ্যতাসম্পন্নরা এ স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে থাকে। ব্রিটেনের যেকোনো বিশ্ববিদ্যালয়ে যেকোনো বিষয়ে এক বছরের মাস্টার ডিগ্রি নিতে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য বাংলাদেশী শিক্ষার্থীরা ৩ সেপ্টেম্বর থেকে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে এর আগেই আপনার পছন্দের কোর্সে আবেদন করে ফেলতে পারেন।
যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় সেদেশের অন্যতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় ফুল, হাফ এবং পারশিয়াল স্কলারশিপ দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবছরের জন্য “ওয়েস্টমিনিস্টার ফুল ইন্টারন্যাশনাল স্কলারশিপ ২০১৮” এর আবেদন নেয়া শুরু হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে কোনো পরিস্থিতিতেই একাধিক স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না।
কোনো শিক্ষার্থী ফুল এবং হাফ দুটো স্কলারশিপের জন্য আবেদন করলে বা এই স্কলারশিপের সাথে আরো একটি স্কলারশিপের আবেদন করলে পুরো আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আন্ডারগ্র্যাজুয়েট এবং মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। এই স্কলারশিপটি বাংলাদেশসহ মধ্যম আয়ের দেশসমূহের শিক্ষার্থীদের জন্য। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের ভলান্টারি কাজ করার মানসিকতা থাকতে হবে। কেননা প্রতিবছর স্কলারশিপপ্রাপ্তদের ন্যূনতম ভলান্টারিং ঘন্টা (volunteering hours) সম্পন্ন করতে হবে। এছাড়া বিদেশী শিক্ষার্থীদের জন্য ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয়ের সকল স্কলারশিপের বিস্তারিত পাবেন এখানে |
Archives
March 2022
Categories
All
|