দ্যা কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ প্রোগ্রাম (CCI) ইউএসের কমিউনিটি কলেজগুলোতে একবছর পড়াশোনা করার জন্য স্কলারশিপ দিয়ে থাকে। ২০২১-২২ সেশনের জন্য এই স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। এটি মূলত নন-ডিগ্রী প্রোগ্রাম তবে শিক্ষার্থীরা প্রোগ্রাম শেষে ২ সেমিস্টার বা এর সমমান ক্রেডিট অর্জন করবে। বাংলাদেশসহ আরো কিছু সিলেকটেড দেশের শিক্ষার্থীরা এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে। ২০০৭ থেকে শুরু হওয়া এই প্রোগ্রামের আওতায় এখন পর্যন্ত ১৫ টি দেশের প্রায় ২১৫০ শিক্ষার্থী ইউএসের কমিউনিটি কলেজে পড়েছে। এরমধ্যে শুধু বাংলাদেশ থেকেই ছিল ৫৫ জন। এই স্কলারশিপটি মূলত যারা এইচএসসি শেষ করেছেন বা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে আছেন তাদের জন্য। যে ফিল্ডগুলোতে আবেদন করা যাবে-
এপ্লাইড ইঞ্জিনিয়ারিং কৃষি বিজনেস ম্যানেজমেন্ট এন্ড এডমিনিস্ট্রেশন প্রাথমিক শিক্ষা ইনফোরমেশন টেকনোলজি মিডিয়া পাবলিক সেফটি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আবেদনের যোগ্যতা- ১। বাংলাদেশী নাগরিক হতে হবে। দ্বৈত নাগরিকরা আবেদন করতে পারবে না ২। ন্যূনতম ১৮ বছর হতে হবে। এর নিচে হলে আবেদন করা যাবে না ৩। ২০২৩ এর ফেব্রুয়ারী পর্যন্ত ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে ৪। এইচএসসি/ এ লেভেল পাস করতে হবে অথবা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে অধ্যয়নরত হতে হবে ৫। ইংরেজিতে দক্ষ হতে হবে। আইইএলটিএস ৬ থাকতে হবে। আইইইএলটিএস না দিয়ে থাকলেও আবেদন করা যাবে। তবে শর্টলিস্টেড হলে ২০ জানুয়ারীর মধ্যে স্কোর জমা দিতে হবে। ৬। জিপিএ ৩.৫ বা এর অধিক থাকতে হবে এইচএসসিতে ৭। দেশের বাইরে ভ্রমন বা পড়াশোনা একেবারেই করেননি এমন শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে আবেদন করবেন যেভাবে- আবেদন ফরম পূরণ করে ইমেইল করতে হবে অথবা আমেরিকান সেন্টারের ঠিকানায় জমা দিতে হবে। ইমেইল ShahidTX@state.gov আবেদন ফরম পূরণে অনাকাঙ্ক্ষিত ভুল এড়াতে এবং আপনার উত্তরগুলো আমাদেরকে দিয়ে চেক করাতে আমাদের অনলাইন সাপোর্ট নিন। এই প্রোগ্রামের জন্য আমাদের সাপোর্ট ফি আবেদন প্রতি ১০২০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আবেদনের শেষ সময় ৭ জানুয়ারি ২০২১ বিকাল ৪ টা ৩০ মিনিট। চার্ম গ্লোবাল স্কলারশিপ আন্ডারগ্র্যাজুয়েট) এনডেভর স্কলারশিপ |
Archives
March 2022
Categories
All
|