Chinese Govt. Scholarship এর আওতায় Under-graduate, Masters, Ph.D, General/Senior Scholar কোর্সের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে চায়না সরকারি স্কলারশিপ এর জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এই স্কলারশিপের আওতায় বাংলাদেশী শিক্ষার্থীরা চীনে পড়ার সুযোগ পাবে। সিজিএস/সিএসসি (CGS/CSC) নামে অধিক পরিচিত এই স্কলারশিপের বিস্তারিত নিয়েই আজকের আয়োজন। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত। স্কলারশিপের আওতায় যা যা পাবেন- ১। রেজিস্টেশন ফি, ২। টিউশন ফি, ৩। আবাসন ফি, ৪। আন্ডারগ্রাজুয়েট লেভেল শিক্ষার্থীদের জন্য মাসিক ভাতা ২৫০০ ইউয়ান যা বাংলাদেশী টাকায় প্রায় ৩১ হাজার টাকা ৫। মাস্টার্স ও ডক্টরেল লেভেলে ছাত্র/ছাত্রীদের জন্য মাসিক খরচ হিসেবে যথাক্রমে ৩০০০ ইউয়ান ও ৩৫০০ ইউয়ান প্রদান করা হবে। যা বাংলাদেশী টাকায় প্রায় ৩৭ হাজার ও ৪১ হাজার টাকা। তবে, ল্যাবরেটরি ও ইন্টার্নশিপ ফি এবং যাতায়াত খরচ নিজেদের বহন করতে হবে। উল্লেখ্য পার্শিয়াল স্কলারশিপের আওতায় উপরের এক বা একাধিক সুবিধা পাওয়া যাবে। আবেদনের যোগ্যতা- ১) বাংলাদেশের নাগরিক হতে হবে। অবশ্যই সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে। ২) অন্য কোনো স্কলারশিপ বা ফান্ডিং এর জন্য মনোনীত হওয়া যাবে না। ২) স্নাতক প্রোগ্রামে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাশ এবং বয়স অবশ্যই ২৫ এর চেয়ে কম হতে হবে। ৩) মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতক ডিগ্রিধারী এবং বয়স অবশ্যই ৩৫ এর চেয়ে কম হতে হবে। ৪) ডক্টরেল প্রোগ্রামে আবেদনের জন্য উচ্চ মাস্টার্স ডিগ্রিধারী এবং বয়স অবশ্যই ৪০ এর চেয়ে কম হতে হবে। ৫) General Scholar প্রোগ্রামে আবেদনের জন্য ন্যূনতম ২ বছরের স্নাতক ডিগ্রিধারী এবং বয়স অবশ্যই ৪৫ এর চেয়ে কম হতে হবে। Senior Scholar প্রোগ্রামে আবেদনের জন্য মাস্টার্স ডিগ্রিধারী অথবা সহযোগী অধ্যাপক(অথবা তার উপরে) এবং বয়স অবশ্যই ৫০ এর চেয়ে কম হতে হবে। আবেদন করতে যা যা লাগবে- ১। সত্যায়িত একাডেমিক সার্টিফিকেট। যে প্রতিষ্ঠান থেকে ডিগ্রী অর্জন করা হয়েছে সেখান থেকে সত্যায়িত করা কপি লাগবে জমা দেয়া ক্ষেত্রে। ২। একাডেমিক ট্রান্সক্রিপ্ট। ৩। স্টাডি প্ল্যান। আন্ডাগ্র্যাজুয়েটের ক্ষেত্রে ২০০, নন-ডিগ্রী প্রোগ্রামে ৫০০ এবং মাস্টার্সের ক্ষেত্রে কমপক্ষে ৮০০ শব্দের হতে হবে। ৪। মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে ২ টি রেকোমেন্ডেশন লেটার সহযোগী অধ্যাপক বা অধ্যাপক নিতে হবে। ৫। ফিজিকাল এক্সামিনেশন ফরম । ৬। আইইএলটিএস বা এইচএসকে যদি থাকে। ৭। চীনা বিশ্ববিদ্যালয়ের অফার লেটার যদি থাকে। ৮। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। সময়মত পাওয়া না গেলে অন্তত পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেছেন সেই কপি দিতে হবে। আবেদন করবেন যেভাবে- প্রথমে অনলাইনে এখানে আবেদন করতে হবে। এরপর এখানে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। পুরো অনলাইন আবেদন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে এবং সংশ্লিষ্ট বিষয়ে গাইডলাইন পেতে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। অনলাইন সাপোর্ট ফি ১০২০ টাকা। ডক্টরালের ক্ষেত্রে ফি ২০৪০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। উপরোক্ত ২ টি আবেদন কালার প্রিন্ট করে উপরে বর্নিত ডকুমেন্টগুলো সহ একটি বড় খামে ভরে নিচের ঠিকানায় গিয়ে জমা দিতে হবে Joint Secretary (Scholarship) Secondary & Higher Education Division Ministry of Education Room No- 1706, Building No- 06, Bangladesh Secretariat, Dhaka-1000 বাংলায় প্রাপকের ঠিকানা- যুগ্নসচিব (বৃত্তি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়, রুম নং-১৭০৬, ভবন নং-০৬ বাংলাদেশ সচিবালয় , ঢাকা। খামের উপরে Tracking Number, Program প্রাপক, প্রেরক ও প্রোগ্রামের নাম লিখতে হবে। যাদের পক্ষে এসে জমা দেয়া সম্ভব না তারা আমাদেরকে আবেদন সেট কুরিয়ার করতে পারেন। আমরা আপনার হয়ে আবেদন সেট জমা দিবো। ফি ৫২০ টাকা। এই সার্ভিসটি নেয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। অনলাইনে আবেদনের শেষ সময়- ১৬ জানুয়ারি ২০২২ রবিবার বিকাল ৪ টা। ডকুমেন্ট জমা দেয়ার শেষ সময়- ১৭জানুয়ারি ২০২২ সোমবার বিকাল ৪ টা ৩০ মিনিট। আরো দেখতে পারেন হাঙ্গেরি সরকারী স্কলারশিপ আইসিসিআর স্কলারশিপ |
Archives
March 2022
Categories
All
|