চীনে মাস্টার্স ও পিএইচডি কোর্সে স্কলারশীপের জন্য আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদন আহবান করা হয়েছে। দ্য গ্রাজুয়েট স্কুল অফ চাইনিজ একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্স (জিএসসিএএএস) বিদেশী শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ মেধার ভিত্তিতে এ স্কলারশীপ দিবে। চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থী ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ও ম্যানেজমেন্ট সায়েন্স বিষয়গুলোতে পড়তে পারবে। আগ্রহী শিক্ষার্থীকে এ বছরের ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার জন্য জিএসসিএএএস স্কলারশীপ চালু হয়। চীনের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কলারশীপগুলের মধ্যে এটি অন্যতম। এ গ্রাজুয়েট স্কুল দেশটির প্রথম সারির উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। গবেষণায় বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির খ্যাতি রয়েছে। কোর্স লেভেল: মাস্টার্স ও ডক্টরাল রিসার্টের জন্য এ স্কলারশীপ দেয়া হবে। বিষয়:
যোগ্যতা: আগ্রহী শিক্ষার্থীকে মাস্টার্স ও পিএইচডি কোর্সে আবেদন করার জন্য সাধারণত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তবে কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীর বয়স মাস্টার্স কোর্সে আবেদন করার জন্য ৩৫ বছর এবং পিএইচডি কোর্সে আবেদন করার জন্য ৪০ বছরের বেশী হওয়া চলবে না। ভাষাগত যোগ্যতা: শিক্ষার্থীকে আইএলটিএস অথবা চাইনিজ ভাষার কোর্সে সফলতার সাথে উত্তীর্ণ হতে হবে। যেসব কাগজপত্র লাগবে- * পাসপোর্টের ব্যাক্তিগত তথ্য পাতার ফটোকপি * সর্বশেষ ডিগ্রির নোটারি করা ফটোকপি * একাডেমিক ট্রান্সক্রিপ্টের নোটারি করা ফটোকপি * ২ টি রেফারেন্স লেটার * সিভি এবং রিসার্চ প্রপোজাল * একাডেমিক থিসিসের এবস্ট্র্যাক্টের ফটোকপি * বর্তমান কর্মক্ষেত্র থেকে এনওসি লেটার * মেডিকেল টেস্ট রিপোর্ট * আবেদন ফরম সংশ্লিষ্ট কাগজপত্র সফট কপি মেইলে এবং হার্ডকপি নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে E-mail: studyincaas@caas.cn Mailing Address Dr. Dong Yiwei, Room 325, International Education Office, The Graduate School of Chinese Academy of Agricultural Sciences, 12# Zhongguancun South Street, Haidian District, Beijing, P.R. China. Postcode:100081. Telephone: 0086-10-82107123; Fax: 0086-10-82106609. |
Archives
March 2022
Categories
All
|