সম্প্রতি কমনওয়েলথ শেয়ারড স্কলারশিপ ২০২২ এর জন্য আবেদন নেয়া শুরু হয়েছে। বাংলাদেশসহ ২৩ টি দেশের শিক্ষার্থীরা এবছর কমনওয়েলথ শেয়ারড স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই স্কলারশিপ নিয়ে বাংলাদেশী শিক্ষার্থীরা ইউকে তে মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে পারবে। চলুন জেনে নেয়া যাক এর খুঁটিনাটি বিষয়গুলো। স্কলারশিপের আওতায় যা যা পাবেন- ১। পুরো টিউশন ফি ২। মাসে ১১৩৩ (লন্ডন মেট্রোপলিটন এরিয়ার ভিতরে বিশ্ববিদ্যালয় হলে ১৩৯০ পাউন্ড) স্টাইপেন্ড। বাংলাদেশী টাকায় যা প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা ৩। আসা-যাওয়ার বিমান ভাড়া ৪। প্রয়োজন অনুসারে গরম কাপড়ের জন্য এলাওয়েন্স এছাড়া আবেদনকারী বিধবা, ডিভোর্সড বা সিঙ্গেল প্যারেন্ট হলে সাথে করে যাওয়া সন্তানদের জন্য মাসিক ভাতা পাবেন। আবেদনের যোগ্যতা-
১। বাংলাদেশী নাগরিক হতে হবে ২। অনার্সে অন্তত ৬০% নাম্বার পেতে হবে ৩। যে প্রোগ্রামে আবেদন করবেন সে প্রোগ্রামের আইইএলটিএস রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে। উল্লেখ্য হাই ইনকাম দেশগুলোতে ১ বছর বা এর বেশি পড়াশোনা/কাজ করে থাকলে এই স্কলারশিপে আবেদন করা যাবে না। যেভাবে আবেদন করতে হবে- প্রোগ্রাম এবং স্কলারশিপে আলাদা আলাদা করে আবেদন করতে প্রোগ্রামে আবেদনের প্রসিডিউর সংশ্লিষ্ট প্রোগ্রাম পেজে পাওয়া যাবে। একজন আবেদনকারী স্কলারশিপে আবেদন এর সময় সর্বোচ্চ তিনটি প্রোগ্রামের নাম দিতে পারবে। কমনওয়েলথ শেয়ারড স্কলারশিপের ইলেক্ট্রনিক এপ্লিকেশন সিস্টেমে একাউন্ট খুলে আবেদন করতে হবে। স্কলারশিপে আবেদনের সময় ৩ জন রেফারীর (যারা আপনার একাডেমিক শিক্ষক ছিলেন আন্ডারগ্র্যাজুয়েটে) নাম-ঠিকানা দিতে হবে। তাদের প্রত্যেকের কাছে স্বয়ংক্রিয়ভাবে মেইল যাবে। তাদেরকে অনলাইনে রেফারেন্স ফরম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। সবগুলো অনলাইন ফরম পূরণে যেকোনো সমস্যায় আমরা ইন্সট্যান্ট সাপোর্ট প্রদান করে থাকি এই সেবার আওতায়। পুরো অনলাইন আবেদন প্রক্রিয়ায় অনলাইন সাপোর্ট পাবেন ৪০৮০ টাকায়। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। ফোন- ০১৮৩৪৮৪৪৪৬২ আবেদনের শেষ সময় ১৬:০০ ইউকে টাইম, ২০ ডিসেম্বর ২০২১। |
Archives
March 2022
Categories
All
|