বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের জন্য ইংল্যান্ডে স্কলারশিপসহ মাস্টার্স এবং পিএইচডি করার সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে। কমনওয়েলথ তার অধিভুক্ত বিভিন্ন উন্ননশীল দেশসমূহের ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান করছে। কমনওয়েলথের সাথে যুক্ত ইংল্যান্ডের যেকোনো বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ের জন্য আবেদন করা যাবে। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এর অর্থায়নে যুক্তরাজ্যের প্রথমসারির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য এ স্কলারশীপ দেয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদেরকে ১৫ সেপ্টেম্বর তারিখের মধ্যে ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭’ ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র কমিশনের আইসিসি শাখায় জমা দিতে হবে। কমনওয়েলথ স্কলারশীপ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কলারশীপ বলে মনে করা হয়। পর্যাপ্ত আর্থিক সহায়তা ও অন্যান্য সুযোগ সুবিধার জন্য এ স্কলারশীপ শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে। কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের লক্ষে ১৯৫৯ সাল থেকে কমনওয়েলথ স্কলারশীপ দেয়া হয়। এখন পর্যন্ত বিভিন্ন দেশের ৩৪ হাজার শিক্ষার্থীকে এ স্কলারশীপ দেয়া হয়েছে। কোর্স লেভেল মাস্টার্স ও পিএইচডি গবেষণার জন্য এ স্কলারশীপ দেয়া হবে। বিষয় শিক্ষার্থী নিজের যোগ্যতা ও পছন্দ অনুযায়ী যে কোন বিষয়ে পড়তে পারবে। আর্থিক সহায়তা
যেসকলকাগজ-পত্রাদিজমাদিতেহবেঃ ১. ২ জনের রেফারেন্স লেটার ২. একাডেমিক ট্রান্সক্রিপ্ট ৩. পিএইচডির ক্ষেত্রে আবেদন ফরমে উল্লেখিত ইন্সটিটিউটের যেকোনো একটির একজন সুপারভাইজার কর্তৃক সাপোর্টিং স্টেটমেন্ট। যে সকল বিষয়ের উপর ভিত্তি করে বাছাই করা হবেঃ ১. একাডেমিক ফলাফল ২. পড়াশোনার পরিকল্পনার মান ৩. নিজ দেশের উন্নয়নে ভূমিকা রাখার কৌশল আবেদন করার শেষ সময় হচ্ছেঃ ১৫ সেপ্টেম্বর ২০১৯ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭’ ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র কমিশনের আইসিসি শাখায় জমা দিতে হবে। |
Archives
March 2022
Categories
All
|