যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য অন্যতম সম্মানজনক এক বৃত্তির নাম ‘ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’। বিশ্বের অন্যতম নামকরা এ বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৫৩ জন জয় করেছেন নোবেল পুরস্কার আর ৭৮ জন পেয়েছেন পুলিৎজার পুরস্কার। ফুলব্রাইট প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের ফি থেকে শুরু করে শিক্ষার্থীদের থাকা-খাওয়া-যাতায়াতসহ যাবতীয় খরচ দেয়া হয়। সম্প্রতি ২০১৮-১৯ সেশনের জন্য আবেদন আহবান করা হয়েছে। এবছরও বাংলাদেশী শিক্ষার্থীরা ফুল্ব্রাইট স্কলারশিপের জন্যে আবেদন করতে পারবে। তাই দেরি না করে দেখে নিন যে বিশয়গুলো খেয়াল রাখতে হবে।
যেসব বিষয়ের জন্য আবেদন করা যাবে-
আবেদনের যোগ্যতা - * বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রিধারী হতে হবে। *ইউএসএর কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী থাকা যাবে না। *স্নাতক এবং স্নাতকোত্তর একই দেশের হতে হবে; তবে বিশ্ববিদ্যালয় ভিন্ন হলে সমস্যা নেই। *কমপক্ষে দুই বছর কর্ম-অভিজ্ঞতা আছে, এমন মেধাবী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামে আবেদন করতে পারেন। *বয়স ২৪ থেকে ৩২ বছর হতে হবে। *ইংরেজিতে দক্ষ হতে হবে। *সুস্বাস্থ্যের অধিকারি হতে হবে। বৃত্তিপ্রাপ্তির সংখ্যা - প্রতিবছর ছয় থেকে সাতজন শিক্ষার্থী ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের জন্য নির্বাচিত হন। আবেদন প্রক্রিয়া - আবেদন করতে হবে অনলাইনে এখানে । আবেদনের সময় অনলাইনে আবেদনপত্র ও সব একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেটের স্ক্যান কপি আপলোড করতে হয়। এছাড়া তিনটি লেটার অব রেফারেন্সও আপলোড করতে হয়। এছাড়া টোফেল/আইইএলটিএস স্কোর ও জিআরই/জিম্যাট স্কোর জমা দিতে হয়। আবেদনকারী টোফেল স্কোর ও জিআরই/জিম্যাট স্কোর ছাড়াই প্রাথমিক আবেদন করতে পারেন, কিন্তু প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পরে অবশ্যই স্কোর জমা দিতে হবে। আবেদনের সময় - ৩১শে মে ২০১৭ পর্যন্ত। |
Archives
March 2022
Categories
All
|