ইরাসমাস মুন্ডুস ইন্টারন্যাশনাল মাস্টার গ্লোবাল মার্কেটস, লোকাল ক্রিয়েটিভস (International Master in Global Markets, Local Creativites) এর জন্য আবেদন জমা নেয়া শুরু হয়েছে। ২ বছর মেয়াদী এই প্রোগ্রাম গ্লাসগো (ইউকে), বার্সেলোনা (স্পেন), রটারড্যাম (নেদারল্যান্ড), গটিনজেন (জার্মানী) এই চারটি শহরের চারটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত। দুই বছরের পুরো কোর্সটী সম্পন্ন করতে একজন শিক্ষার্থীকে ৩ টি বিশ্ববিদ্যালয় এটেন্ড করতে হবে। এই প্রোগ্রামটির মূলত দুটি পাথওয়ে রয়েছে। পাথওয়ে A তে Global History and Creative Industries পড়তে হবে University of Glasgow, Universitat de Barcelona এবং Erasmus University Rotterdam এই তিনটি বিশ্ববিদ্যালয়ে। এই পাথওয়েটি ইতিহাস, সোস্যালজি, রাস্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক সহ কলা এবং মানবিক অনুষদের শিক্ষার্থীদের জন্য পাথওয়ে B তে Global Markets and Development পড়তে হবে University of Glasgow, Universitat de Barcelona এবং Georg-August Universität Göttingen এই তিনটি বিশ্ববিদ্যালয়ে। এই পাথওয়েটি ইতিহাস, অর্থনীতি, ব্যবসায়া প্রশাসন/ম্যানেজমেন্ট, সোস্যালজি, রাস্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক সহ সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য। তবে অন্য বিষয়ের (ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, আর্কিটেকচার ইত্যাদি) শিক্ষার্থীরাও এই প্রোগ্রামে আবেদন করতে পারবে প্রোগ্রাম সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা সাপেক্ষে। যা যা পাবেন- ১। প্রতি মাসে ১০০০ ইউরো ভাতা। (প্রায় ১ লক্ষ বাংলাদেশি টাকা) ২। পড়াশোনা এবং গবেষণায় প্রয়োজনীয় ভর্তুকি ৩। ৪০০০ ইউরো যাতায়াত খরচ (প্রায় ৪ লক্ষ বাংলাদেশি টাকা) আবেদনের যোগ্যতা- ১। ব্যাচেলরে সিজিপিএ ৩.০০ বা এর বেশি থাকতে হবে। ২০২২ এর এপ্রিলের আগেই যারা ব্যাচেলর সম্পন্ন করে সার্টিফিকেট পাবেন তারাও আবেদন করতে পারবেন। ২। আইইএলটিএসে ৬.৫ পেতে হবে। তবে আইইএলটিএস ছাড়া আবেদন সাবমিট করা যাবে। এক্ষেত্রে সিলেক্টেড হলে আইইএলটিএস স্কোর জমা দিয়ে আনকন্ডিশনাল অফার লেটার নিতে হবে। আবেদন করতে যা যা লাগবে- ১ একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। ২। দুটি রেফারেন্স লেটার ৩। আইইএলটিএস স্কোর ৪। পাসপোর্ট ৫। সিভি ৬। স্টেটমেন্ট অব পারপাস সহ স্কলারশিপ আবেদন ফরম আবেদন করবেন যেভাবে- অনলাইনে এখানে গিয়ে একাউন্ট খুলে আবেদন করতে হবে সঠিকভাবে অনলাইন আবেদন সম্পন্ন করতে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। এক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভুল এড়াতে আবেদনের প্রতিটি স্টেপ আমরা রিভিউ করবো। আপনার স্টেট্মেন্ট অব পারপাসও আমরা রিভিউ করবো। আমাদের সাপোর্ট ফি ২০৪০ টাকা। সর্বোচ্চ তিনটি প্রোগ্রামে আবেদন করতে পারবেন ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের জন্য। তিনটি প্রোগ্রামের জন্য সাপোর্ট নিলে সেক্ষেত্রে ফি হবে ৫১০০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে- অনলাইন সাপোর্ট সেবা । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আবেদনের শেষ সময় ৭ জানুয়ারী ২০২২ মাস্টার্স ইন জার্নালিজম, মিডিয়া এন্ড গ্লোবালাইজেশন মাস্টার্স ইন পাবলিক হেলথ ইন ডিজাস্টার্স এনডেভর স্কলারশিপ |
Archives
March 2022
Categories
All
|