২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য আন্ডারগ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং পিএইচডি প্রোগ্রামের জন্য আইসিসিআর স্কলারশিপ আবেদন শুরু হয়েছে। ভারত সরকার বাংলাদেশের পাশাপাশি ইউরোপ-আমেরিকা-আফ্রিকা-এশিয়ার মোট ৭৩টি দেশের শিক্ষার্থীকে এই স্কলারশিপ দিচ্ছে। এপর্যন্ত মোট ৩৫০০ জন বাংলাদেশী এই স্কলারশিপটি পেয়েছেন। । প্রতি বছর Bangladesh Scholarship Scheme ICCR-এর আওতায় মোট ২০০ জন স্কলারকে নির্বাচন করা হয়। গতবারের ন্যায় এবারো এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নেয়া যাবে। অনলাইন সাপোর্ট নেয়া সবাইকে আইসিসিআরের ইপিটি (EPT) পরীক্ষার নমুনা প্রশ্ন দেয়া হবে। আবেদনের যোগ্যতা- ১। আন্ডারগ্র্যাজুয়েটে আবেদনের ক্ষেত্রে এইচএসসিতে ইংরেজিতে ৩ বা ৬০ শতাংশ নাম্বার থাকতে হবে। BE/B Tech প্রোগ্রামে আবেদন করতে চাইলে অবশ্যই এইচএসসিতে পদার্থ, রসায়ন এবং গণিত থাকতে হবে। ২। ২০২১ এর জুলাই এ বয়স ১৮ এর নিচে বা ৩০ বছরের এর উপরে হলে আবেদন করা যাবে না। ৩। M. Phil/Doctoral/Post-Doctoral প্রোগ্রামের ক্ষেত্রে সিনোপসিস জমা দিতে হবে আবেদনের সাথে। ৪। ইংরেজি দক্ষতা যাচাইএর জন্য এবার থেকে ৫০০ শব্দের রচনাও আবেদনকারীকে লিখতে হবে যা যা পাবেন- ১। প্রতি মাসে আন্ডারগ্র্যাজুয়েটে ১৮ হাজার রুপি, মাস্টার্সে ২০ হাজার রুপি, এমফিল/পিএইচডিতে ২২ হাজার রুপি এবং পোস্ট-ডক্টরালে ২৫ হাজার রুপি করে স্টাইপেন্ড দেয়া হবে। ২। ৫৫০০-৬৫০০ রুপি পর্যন্ত হাউজ রেন্ট এলাওয়েন্স। উল্লেখ্য, কোনো মতেই স্কলারশিপপ্রাপ্তদের তাদের জন্য বরাদ্দকৃত আবাসন বাদ দিয়ে বাইরে বাসা ভাড়া নিয়ে থাকা যাবে না। ৩। বছরে আন্ডারগ্র্যাজুয়েটে ৫ হাজার রুপি, মাস্টার্সে ৭ হাজার রুপি, এমফিল/পিএইচডিতে ১২ হাজার ৫০০ রুপি এবং পোস্ট-ডক্টরালে ১৫ হাজার ৫০০ রুপি করে কন্টিনজেন্ট গ্র্যান্ট দেয়া হবে। ৪। থিসিস সংক্রান্ত ব্যায়ের জন্য ৭-১০ হাজার রুপি দেয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পাওয়া যাবে। আবেদন করতে যা যা লাগবে- ১। ছবি ২। সকল একাডেমিক মার্কশিট এবং সার্টিফিকেট ৩। পাসপোর্ট ৪। এন আই ডি বা জন্ম সনদের ইংরেজি কপি ৫। ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট আবেদন করবেন যেভাবে- অনলাইনে আবেদন করতে হবে এখানে গিয়ে। আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন এবং আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। আমাদের সাপোর্ট ফি ১০২০ টাকা। পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে ফি ৩০৬০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল ২০২১ বিকাল ৫ টা পর্যন্ত। এছাড়া আমরা অনলাইন মক টেস্টের আয়োজন করতে যাচ্ছি। মকটেস্ট ফি ৫২০ টাকা। সময়সূচী এবং বিস্তারিত আমাদের ফেসবুক পেজে পাবেন। তুর্কি বুর্সলারি স্কলারশিপ |
Archives
March 2022
Categories
All
|