বোম্বের আইআইটি তে এম টেক এবং পিএইচডি করার জন্য DAAD আঞ্চলিক স্কলারশিপ প্রোগ্রামের পক্ষ থেকে বাংলাদেশী এবং নেপালী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আইআইটি ভারতের ভারতের প্রথম সারির শিক্ষা-প্রতিষ্ঠান’গুলির অন্যতম। এটি কারিগরি-শিক্ষাদানের ব্যাপারে ভারতে সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হয়ে আসছে। যে সব বিষয়ে এম টেক আহবান করা হয়েছে-
উল্লেখ্য যে পিএইচডি প্রোগ্রাম ২ বছরের। স্কলারশিপের প্রাথমিক মেয়াদ ১ বছর। পারফর্মেন্সের উপর ভিত্তি করে পরবর্তী বছরগুলোতে স্কলারশিপ নবায়ন করা হবে। যে সব বিষয়ে পিএইচডির জন্য আবেদন আহবান করা হয়েছে-
উল্লেখ্য যে পিএইচডি প্রোগ্রাম ৪ বছরের এবং এরমধ্যে জার্মানিতে ৬ মাসের রিসার্চ পিরিয়ড রয়েছে। স্কলারশিপের প্রাথমিক মেয়াদ ১ বছর। পারফর্মেন্সের উপর ভিত্তি করে পরবর্তী বছরগুলোতে স্কলারশিপ নবায়ন করা হবে। এই স্কলাশিপের আওতায় যা যা পাবেন- * এম টেকে মাসে প্রায় ২৬ হাজার টাকা স্টাইপেন্ড এবং পিএইচডিতে এটি ৪০হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত। * পড়াশোনা এবং গবেষণার জন্য বার্ষিক ভর্তুকি * টিউশন ফি * আসা-যাওয়ার এয়ার টিকেট * স্বাস্থ্য বীমা আবেদনের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে- ১। সর্বশেষ ডিগ্রী ৬ বছর আগে নেয়া হলে আবেদন করতে পারবেন না। ২। আইইএলটিএসে অভারঅল ৬.৫(কোনো সেকশনে ৬ এর নিচে থাকা যাবে না) অথবা টোফেলে পেপারবেজড এ ৫৮০, ইংরেজি ৪ স্কোর; কম্পিউটারবেজড এ ২৪০, লেখায় ৪; ইন্টারনেটবেজড এ ৯৫, লেখায় ২০ লাগবে। যেসব ডকুমেন্ট লাগবে – ১। পুর্নাংগ সিভি (সর্বোচ্চ ৩ পৃষ্ঠা) ২। লেটার অফ মটিভেশন ৩। টোফেল/আইইএলটিএস সার্টিফিকেট ৪। ২টি রেফারেন্স লেটার (ডাকযোগে পাঠাতে হবে) ৫। সর্বশেষ প্রতিষ্ঠানের ছাড়পত্র ৬। একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনলাইন এপ্লিকেশন পোর্টাল- https://portal.daad.de/irj/portal DAAD স্কলারশিপের জন্য যে ঠিকানায় ডাকযোগে ডকুমেন্ট পাঠাতে হবে German Academic Exchange Service (DAAD) Regional Office New Delhi Ms Pooja Midha Programme Officer 3rd Floor, South Block DLTA Complex R.K. Khanna Stadium 1 Africa Avenue New Delhi – 110029 India আইআইটি বোম্বে তে যে ঠিকানায় ঠিকানায় ডাকযোগে ডকুমেন্ট পাঠাতে হবে Dy. Registrar / Asst. Registrar (Academic) Academic Section IIT Bombay 2nd floor, Main Building Powai, Mumbai – 400 076 Maharashtra, India অবশ্যই খামে International Student Application লেখা থাকতে হবে বোম্বের আইআইটি এবং DAAD এ ১৫ জানুয়ারির পুর্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পুরো অনলাইন আবেদন প্রক্রিয়ায় অনলাইন সাপোর্ট পাবেন মাত্র ১০০০ টাকায়। অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/kholabakso/ |
Archives
March 2022
Categories
All
|