Japan Human Resource Development Scholarship (JDS) এর অধীনে জাপানের বিভিন্ন বিসশবিদ্দালয়ে বিভিন্ন বিষয়ে ১-২ বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামে বাংলাদেশীদের থেকে আবেদন নেয়া শুরু হয়েছে। উল্লেখ্য যে, এই স্কলারশিপের জন্য শুধুমাত্র বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংক এর প্রথম শ্রেণীর কর্মকর্তারা আবেদন করতে পারবে। এবছর সর্বমোট ৩০ জনকে এই স্কলারশিপটি দেয়া হবে। ২০০১ সাল থেকে শুরু হওয়া এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় এখন পর্যন্ত ৩২৮ জন কর্মকর্তা জাপানে মাস্টার্স করেছেন। আবেদন করতে হবে ২৬ সেপ্টেম্বর ২০১৯ এর মধ্যে। প্রোগ্রাম ল্যাংগুয়েজ ইংরেজি যে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা যাবে- - Meiji University - Yamaguchi University - Kobe University (1-1: Public Administration) - Keio University - University of Tsukuba - Yokohama National University - Hiroshima University (1-3: Development) - Kobe University (1-4: Economics) - International University of Japan - Hiroshima University (1-4: Economics) আবেদনের যোগ্যতা- ১। বয়স- ২০২০ সালের এপ্রিল ১ তারিখে বয়স ৪০ এর নিচে থাকতে হবে। ১৯৮০ সালের এপ্রিলের ২ তারিখের পর জন্ম হলে হবে। ২। শিক্ষাগত যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রি পাশ (কমপক্ষে ১৬ বছরের পড়াশুনা)। কমপক্ষে ২ টি প্রথম বিভাগ। কোনটাতে তৃতীয় বিভাগ থাকলে আবেদনের যোগ্য নয়। ৩। ২ বছরের চাকুরী অভিজ্ঞতা সম্পন্ন বিসিএস ক্যাডার অথবা বাংলাদেশ ব্যাংকের ১ম শ্রেণীর অফিসার। ৪। আইইএলটিএসে স্কোর ৬ পেতে হবে। না থাকলে আইইএলটিএস দেয়ার ব্যবস্থা করে দেয়া হবে। ৫। নারী কর্মকর্তাদের অগ্রাধিকার দেয়া হবে আবেদন করবেন যেভাবে- আবেদন ফরমসহ বিস্তারিত পাবেন এখানে। ৩ সেট আবেদন কপি প্রয়োজনীয় ডকুমেন্টসহ নিচের ঠিকানায় পাঠাতে হবে Japan International Cooperation Center (JICE) JDS Project Office in Bangladesh L-261, The Pan Pacific Sonargaon 107, Kazi Nazrul Islam Avenue Dhaka-1215, Bangladesh. যাদের পক্ষে ঢাকায় এসে জমা দেয়া সম্ভব না তারা আমাদেরকে কুরিয়ার করতে পারেন। আমাদের টিম মেম্বাররা উল্লেখিত ঠিকানায় গিয়ে আপনার হয়ে ডকুমেন্ট জমা দেয়ার ব্যাপারটি নিশ্চিত করবে। এজন্য আমরা ৫২০ টাকা ফি নিয়ে থাকি।বিস্তারিত পাবেন এখানে । এই সাপোর্টটি পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। এর বাইরে আরো এক সেট আবেদন কপি যে দপ্তর বা মন্ত্রনালয়ের অধীনে কর্মরত আছেন সে দপ্তর বা মন্ত্রনালয়ের মাধ্যমে জমা দিতে হবে। Keio University বাদে অন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে স্কলারশিপ অথরিটি আয়োজিত ম্যাথ টেস্টে অংশগ্রহণ করতে হবে। আমরা এই টেস্টে প্রস্তুতির জন্য অনলাইন মক টেস্টের আয়োজন করছি। ফি- ১০২০ টাকা। মক টেস্টের জন্য বুকিং দিতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ ২০১৯-২০ DAAD স্কলারশিপ ২০১৮ (আর্কিটেকচার) |
Archives
March 2022
Categories
All
|