আপনি যদি স্কলারশিপ নিয়ে ইউরোপে পড়াশোনা করার কথা ভেবে থাকেন তাহলে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ আপনার জন্য সবথেকে ভালো সুযোগের নাম। এটি শিক্ষা, প্রশিক্ষন, তারুন্য এবং ক্রীড়াক্ষেত্রে একটি ফান্ডিং স্কেম ইরাসমাস মুন্ডুস স্কলারশিপটি ইউরোপীয় ইউনিয়ন প্রতিবছর দিয়ে থাকে। প্রতিবছরের ন্যায় এবছরও বাংলাদেশী শিক্ষার্থীরা ইরাসামাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স ডিগ্রী এবং ইরাসমাস মুন্ডুস জয়েন্ট ডক্টরেটস ক্যাটালগে আবেদন করতে পারবে। ইরাসমাস মুন্ডুস স্ক্লারশিপের আওতায় Master’s in Journalism, Media and Globalisation -এ ২০১৯ সেশনের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। প্রতিবছর প্রায় ৫০০-৬০০ আবেদন পড়ে, যার মধ্যে থেকে ৮০-৯০ জন এই প্রোগ্রামে পড়ার সুযোগ পান। এবছর ২২ জনকে এই প্রোগ্রামে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ দেয়া হয়। এছাড়া যারা এই স্কলারশিপ না পেয়ে সেলফ ফান্ডে পড়বেন তারা দ্বিতীয় বছরে ইরাসমাস মুন্ডুস স্টাইপেন্ডের জন্য আবেদন করতে পারবেন। স্কলারশিপের সুযোগ-সুবিধা- ১। টিউশন ফি ২। যাতায়াতের খরচ ৩। থাকার খরচ ৪। ইন্স্যুরেন্স সবমিলিয়ে এই স্কলারশিপের আওতায় ৪৯ হাজার ইউরো বা প্রায় ৪৬ লক্ষ ৩৮ হাজার টাকার ফান্ডিং দেয়া হবে। এরমধ্যে টিউশন ফি বাবদ ১৮ হাজার ইউরো খরচ হবে আবেদনের যোগ্যতা- ১। সংশ্লিষ্ঠ বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। তবে যারা এখনও গ্র্যাজুয়েশন সম্পন্ন করেনি কিন্তু আগস্ট ,২০২১ এর মধ্যে সম্পন্ন হবে তারাও আবেদন করতে পারবে। এক্ষেত্রে আগস্ট, ২০২১ এর মধ্যে ব্যাচেলর ডিগ্রির সকল ডকুমেন্টস জমা দিতে হবে। ২। IELTS ব্যান্ড স্কোর ৭.০০ থাকতে হবে। প্রতিটি সেকশনে ন্যূনতম ৬.০০ থাকতে হবে। ৩। সাংবাদিকতায় ন্যূনতম ৩ মাসের অভিজ্ঞতা থাকতে হবে। সিলেকশনের ক্ষেত্রে যেসকল বিষয়সমূহ বিবেচনা করা হবে- ১। একাডেমিক ব্যাকগ্রাউন্ড ২। সাংবাদিকতায় অভিজ্ঞতা ৩। আবেদন ৪। ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের জন্য নির্বাচিত প্রার্থী আবেদন পদ্ধতি- ১। আবেদন ফরম পূরণ করার পর প্রিন্ট করে তাতে স্বাক্ষর করতে হবে। ২। প্রয়োজনীয় সকল ডকুমেন্টস একসাথে করতে হবে। ৩। সকল ডকুমেন্টস একত্রে করে একটি পিডিএফ ফাইল বানাতে হবে। ফাইলের সর্বোচ্চ সাইজ ১০ এমবি হতে পারবে। ৪। ফাইলের নাম এভাবে দিতে হবে- নিজের সম্পূর্ণ নাম-প্রথম স্পেশালাইজেশন চয়েস-আবেদনের ক্যাটাগরি ৫। অনলাইনে রেজিস্ট্রেশন করে তার সাথে পিডিএফ ফাইলটি সংযুক্ত করতে হবে। ৬। সংযুক্ত পিডিএফসহ অনলাইনে রেজিস্ট্রেশন জমা প্রদান করতে হবে। পিডিএফ-এ প্রয়োজনীয় ডকুমেন্টস নিম্নোক্ত ক্রমানুসারে সংযুক্ত করতে হবে- ১। আবেদন ফরম (এই ফরমটি ব্রাউজারে পূরণ না করে কম্পিউটারে ডাউনলোড করে তারপর পূরণ করতে হবে) ২। একাডেমিক ডকুমেন্টস (পূর্বের বিশ্ববিদ্যালয়/কলেজের সকল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট) ৩। জার্নালিস্টিক ডমুন্টস (অভিজ্ঞতার প্রমাণ, কাজের স্যাম্পল) ৪। ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টস ( IELTS এ প্রতিটি সেকশনে ন্যূনতম ৬ সহ ব্যান্ড স্কোর ৭.০০ থাওকতে হবে) ৫। CV (সর্বোচ্চ ২ পৃষ্ঠা) । এক্ষেত্রে Europass CV এর গ্রহণযোগ্যতা বেশি। ৬। একাডেমিক এবং জার্নালিস্টিক রেফারেন্স লেটার (একটি একাডেমিক এবং এবং একটি প্রফেশনাল রেফারেন্স সহ ন্যূনতম ০২ টি রেফারেন্স লেটার) ৭। পাসপোর্ট (জাতীয়তার পরিচয়ের প্রমাণস্বরূপ ) ৮। বিশেষ প্রয়োজন/ দীর্ঘস্থায়ী রোগ/ অক্ষমতা (যদি থাকে) সম্পর্কে বিস্তারিত তথ্য আবেদনে সংযুক্ত করতে হবে। আবেদনের সময়সীমা- ১ নভেম্বর ২০২০ হতে ১০ জানুয়ারি, ২০২১ পর্যন্ত। সঠিকভাবে অনলাইন আবেদন সম্পন্ন করতে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। আমাদের সাপোর্ট ফি ১০২০ টাকা। সর্বোচ্চ তিনটি প্রোগ্রামে আবেদন করতে পারবেন ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের জন্য। তিনটি প্রোগ্রামের জন্য সাপোর্ট নিলে সেক্ষেত্রে ফি হবে ৩০৬০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে- অনলাইন সাপোর্ট সেবা । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। মাস্টার্স ইন ডেভেলপমেন্ট ইকোনমিকস (Göttingen) এনডেভর স্কলারশিপ- ২০১৯ |
Archives
March 2022
Categories
All
|