আপনি কি হতে চান Bucharest University of Economic Studies এ ৫৫ অংশগ্রহণকারীদের মধ্যে গর্বিত একজন? অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য ‘Dan Voiculescu’ Foundation for Romania’s Development (FDVDR) আপনাকে সাদর আমন্ত্রণ জানিয়েছে। ১৪-২৮ আগষ্ট ২০১৬ পর্যন্ত রোমানিয়াতে এই ইভেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের শ্রেষ্ঠ কোম্পানী সমূহের Speaker এবং শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়সমূহের Professor দের সাথে সম্মিলিত হওয়ার, জ্ঞান অর্জন করার এবং আপনার Idea শেয়ার করার মাধ্যমে নিজের দেশকে বিশ্বের বুকে পরিচিত করার সুবর্ণ সুযোগতো থাকছেই। এই ইভেন্টিতে স্কলারশীপের মাধ্যমে অংশগ্রহন করার সুযোগ রয়েছে । সম্পূর্ণ স্কলারশিপের আবেদন: CV এবং Application Form এর সাথে The future of politics and public management in the European Union এই বিষয়ের উপর নিচের Sub point সংযুক্ত রচনা E-mail করতে হবে।
এবারের বক্তব্যের Theme হচ্ছে “Public Value, Politics and Public Management in the European Union”. আবেদন পাঠাতে হবে এই ঠিকানায়- application@bsu.ase.ro |
Archives
March 2022
Categories
All
|