২০১৭ সালে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে কে জি এস পি (কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ) এর ঘোষণা হয়েছে আজ। এবছর ১৫৬টি দেশ থেকে ৬৭০জন শিক্ষার্থীকে স্কলারশিপ দিবে কোরিয়ান সরকার। বাংলাদেশ থেকেও ১৫~১৭ জন শিক্ষার্থী (বিগত বছরে ১৩জন) এই সুযোগ পাবে। এমবাসি হয়ে যারা আবেদন করবেন তাদের মধ্যে থেকে ন্যূনতম ৪ জনকে নেয়া হবে। তবে এই স্কলারশিপের আওতায় এক বছর বাধ্যতামূলক কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স করতে হবে। আবেদনের মাধ্যম সরাসরি বিশ্ববিদ্যালয় গুলোর সাথে যোগাযোগ করে কিংবা বাংলাদেশস্থ কোরিয়ান দূতাবাসের মাধ্যমে(যে কোন এক মাধ্যম)। তবে ২৮ ফেব্রুয়ারি থেকে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমেও আবেদন করা যাবে। শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমে আবেদন করতে এখানে অনলাইন ফরমটি পূরণ করুন http://scholar.banbeis.gov.bd/ (২৮ ফেব্রুয়ারির পর পূরণ করবেন) এরপর সেটি প্রিন্ট করে সব ডকুমেন্টের অরিজিনাল কপি একটি খামে,সেগুলোর ৩ সেট ফটোকপি আরেকটি খামে, ২ টি রেকোমেন্ডেশন লেটার একটি খামে নিয়ে এই ৩ টি খাম ও যা যা দিয়েছেন তার একটি তালিকা আরেকটি খামে ভরে নিম্নোক্ত ঠিকানায় নিয়ে যাবেন Deputy secretary (Scholarship) Ministry of Education Room No-1706, Building No-06 Bangladesh Secretariat, Dhaka- 1000 খামের উপরে অবশ্যই প্রেরক এবং প্রাপকের নাম, ঠিকানা, Tracking number ও Program name উল্লেখ করতে হবে। সমস্ত প্রক্রিয়াটি ১৪ মার্চ বিকাল ৪ঃ৩০ এর মধ্যে সম্পন্ন করতে হবে। এই স্কলারশিপের আওতায় যেসব বিশ্ববিদ্যালয়ে সরাসরি বা এমব্যাসির মাধ্যমে আবেদন করা যাবে সেগুলো হলো- Academy of Korean Studies, Chung-Ang University, Dankook University, Dongguk University (Seoul Campus), Duksung Women's University, Ewha Womans University, Gachon University, GIST, Hankuk University of Foreign Studies, Hanyang University, Inha University, KAIST, KDI School, Konkuk University, Kookmin University, Korea University, Kyunghee University, Myongji University, POSTECH, Sangmyung University, Seoul National University, Seoul Tech, Sogang University, Sookmyung Women's University, Soongsil University, Sungkyunkwan University, UNIST, University of Seoul, Yonsei University Chonbuk National University, Chonnam National University, Chosun University, Chungbuk National University, Chungnam National University, Daegu University, Dong-a University, Dongguk University (Gyeongju Campus), Dongseo University, Gangneung-Wonju National University, Gyeongsang National University, Hallym University, Handong Global University, Hannam University, Hoseo University, Jeju National University, Jeonju University, Keimyung University, Kongju National University, Konyang University, Korea Tech, Kumoh National Institute of Technology, Kyungpook National University, Kyungsung University, Namseoul University, Pai Chai University, Pukyong National University, Pusan National University, Semyung University, Silla University, Soonchunhyang University, Sunchon National University, Sunmoon University, University of Ulsan, Wonkwang University, Yeungnam University আবেদনের যোগ্যতা * সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৬৪ থাকতে হবে * ১ সেপ্টেম্বর ২০১৭ তে বয়স ৪০ এর বেশি হতে পারবে না। তবে বাংলাদেশী নাগরিকদের জন্য বয়স ৪৫ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। * কোরিয়ান বা ইংরেজি ভাষায় দক্ষ আবেদনকারী অগ্রাধিকার পাবে। আবেদনের জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্ট লাগবে - সুবিধাঃ 1. টিউশন ফি ও মেডিক্যাল ইন্স্যুরেন্স ফি সম্পূর্ণ ফ্রি 2. প্রতি মাসে শিক্ষা বৃত্তি বাংলাদেশি মূদ্রায় (৬৩০০০ টাকা প্রায়) 3. এয়ার টিকেট (রাউন্ড ট্রিপ) ফ্রি 4. বর্তমান ইমিগ্রেশন আইন অনুযায়ী অধ্যায়ন শেষে চাকুরীতে অগ্রাধিকার আবেদন ফরম এবং সাধারণ নির্দেশিকা দেখুন এখানে |
Archives
March 2022
Categories
All
|