মেক্সিকান সরকার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বিভিন্ন প্রোগ্রামের জন্য স্কলারশীপের সুযোগ প্রদান করছে। বিশ্বের প্রায় ১৮০ টির বেশি দেশের শিক্ষার্থীদের জন্য মেক্সিকান ৯০টির বেশি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানএর সুযোগ প্রদান করা হচ্ছে। যে সকল প্রোগ্রামের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে- ১) আন্ডারগ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট ২) গ্র্যাজুয়েট লেভেল রিসার্চ এবং পোস্টডক্টরাল ফেলোশিপ ৩) স্পেশালাইজেশন
৪)মাস্টার্স ডিগ্রি ৫) ডক্টরেটস ৬) মেডিকেল স্পেশালাইজেশন তবে ব্যবসায় প্রশাসন, প্লাস্টিক সার্জারি, একাউন্টিং, মার্কেটিং, ডেন্টিস্ট্রি এবং এডভার্টাইজিং বিষয়সমূহের ক্ষেত্রে স্কলারশীপ প্রযোজ্য হবে না। যা পাবেন ১) টিউশন ফি এবং রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ ফ্রি। ২) আন্ডারগ্রাজুয়েট এবং মাস্টার্স পর্যায়ে মাসিক ৫০০ ডলার ভাতা। ৩) ডক্টরাল পর্যায়ে মাসিক ৬০০ ডলার ভাতা। ৪) প্রথম ৩ মাস অতিক্রমের পর থেকে ফ্রি হেলথ ইনস্যুরেন্স। ৫) ইকোনমি ক্লাসে রাউন্ড ট্রিপ ( নিজ দেশ থেকে মেক্সিকো, মেক্সিকো থেকে নিজ দেশ) মেক্সিকো সরকার বহন করবেন। উল্লেখ্য টিউশন ফি গ্রান্ট না হলে তা শিক্ষার্থীকে বহন করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস ১) নিজ দেশ কর্তৃক অফিসিয়াল মনোনয়নপত্র ২) ডিজিটাল ফটোগ্রাফসহ আবেদনপত্র ৩) State of purpose(SOP) ৪) CV( সর্বোচ্চ ৩ পৃষ্ঠা) ৫) যে প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক তার এক্সেপ্টেন্স লেটার ৬) সর্বশেষ ডিগ্রির কপি ৭) সর্বশেষ ডিগ্রির ট্রান্সক্রিপ্টের কপি ৮) রিসার্চের জন্যঃ মাস্টার্স অথবা ডক্টরেল প্রোগ্রামে অধ্যয়নরত অবস্থায় থাকলে অথাওবা সম্পন্ন করে থাকলে তার একাডেমিক কপি ৯) মেক্সিকায় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য সাময়িক স্টুডেন্ট-ভিসাসহ বর্তমান ইমিগ্রেশন ডকুমেন্ট থাকতে হবে ১০) স্প্যানিশ ভাষায় দক্ষতার সার্টিফিকেট ১১) জন্ম-সনদের কপি ১২) পাসপোর্টের কপি ১৩) সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান হতে ইস্যুকৃত মেডিকেল সার্টিফিকেটের মূল কপি (ডকুমেন্টস জমাদানের ৩ মাস পূর্বের সার্টিফিকেট গ্রহনযোগ্য হবে না) ১৪) ০৪ কপি মূল ফটোগ্রাফ( ডিজিটাল না), পুরো মুখমন্ডলের ছবিসহ পেছনে সাদা ব্যাকগ্রাউন্ড। ছবির পেছনে নাম ও জাতীয়তা উল্লেখ করতে হবে। ১৫) স্কলারশীপের সকল শর্ত মেনে নেয়ার সাপেক্ষে স্ব-হস্তে স্বাক্ষরসহ অ্যাক্সেপ্টেন্স লেটার
উল্লেখ্য কাগজপত্র শিক্ষামন্ত্রনালয়ের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের সময়ঃ ৬ জুন থেকে ২৩ সেপ্টেম্বর ২০১৬ |
Archives
March 2022
Categories
All
|