নিউজিল্যান্ড সরকার প্রতিবছরের ন্যায় এবছরও নিউজিল্যান্ড কমনওয়েলথ স্কলারশিপ ঘোষণা করেছে। এই স্কলারশিপের আওতায় মাস্টার্স এবং পিএইচডি পোগ্রামে ২ জন বাংলাদেশী শিক্ষার্থী নিউজিল্যান্ডে পড়ার সুযোগ পাবে। মাস্টার্সের জন্য স্কলারশিপের মেয়াদ ১-২ বছর এবং পিএইচডির জন্য স্কলারশিপের মেয়াদ সাড়ে ৩ বছর পর্যন্ত হতে পারবে। আবেদনের যোগ্যতা- ১। বয়স ১৮ বছরের নিচে অথবা ৩৯ বছরের উপরে হওয়া যাবে না। ২। সামরিক পদে কর্মরত থাকলে আবেদন করা যাবে না। ৩। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৪। আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬.৫ অথবা টোফেল ibt স্কোর ৯০ থাকতে হবে। আবেদন করার সময় না থাকলে পরবর্তিতে দেয়া যাবে যা যা পাবেন- ১। ফুল ফান্ডেড টিউশন ফি ২। পাক্ষিক ভিত্তিতে (২ সপ্তাহ পর পর) লিভিং এলাওয়েন্স ৩। এস্টাব্লিশমেন্ট এলাওয়েন্স ৪। আসা-যাওয়ার বিমান খরচ ৫। মেডিকেল এবং ট্রাভেল ইনস্যুরেন্স বাংলদেশি আবেদনকারীরা যে বিষয়গুলোতে আবেদন করতে পারবেন- Climate Change and Resilience Climate Change and the Environment
Governance
আবেদন করবেন যেভাবে- প্রথমে এখানে আবেদন করে প্রিন্ট করতে হবে। এরপর এখানের পৃষ্ঠা- ০৩ থেকে পৃষ্ঠা- ৩৫ পর্যন্ত দেয়া ফরমটি পূরণ করে প্রিন্ট কপি বের করুন। উল্লেখ্য যারা অনলাইন সাপোর্ট নিবেন তাদেরকে এই ফরমের রঙ্গিন কপি দেয়া হবে। এই কপির সাথে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো খামে ভরতে হবে। প্রতিটি ডকুমেন্টের উপরে ডানে লেভেল এবং নাম্বার দিয়ে দিতে হবে। খামে পোগ্রামের নাম, ট্র্যাকিং নাম্বার, প্রেরক এবং প্রাপকের নাম-ঠিকানা উল্লেখ করতে হবে। আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। সবগুলো ফরম পূরণে যেকোনো সমস্যার ইন্সট্যান্ট সাপোর্ট প্রদান করা হবে এই সেবার আওতায়। পুরো অনলাইন আবেদন প্রক্রিয়ায় অনলাইন সাপোর্ট পাবেন ১০২০ টাকায়। পিএইচডির ক্ষেত্রে সাপোর্ট ফি ২০৪০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। প্রাপকের ঠিকানা- Joint Secretary (Scholarship) Ministry of education Room No- 1706, Building NO- 06 Bangladesh Secretariat, Dhaka- 1000 আবেদনপত্র সচিবালয়ের ২ নং গেট সংলগ্ন অভ্যর্থনা কক্ষের ৯নং কাউন্টারে সকাল ১০.টা থেকে ১১.০০টা এবং বিকাল ৩.৩০টা থেকে ৪.৩০টার মধ্যে জমা দিতে হবে। অনলাইনে আবেদন করার শেষ সময় ৩০ মার্চ ২০২০ দুপুর ১২ টা আর মিনিস্ট্রিতে আবেদন জমা দেয়ার শেষ সময় ০২ এপ্রিল ২০২০ বিকাল ৪ টা ৩০ অস্ট্রেলিয়াতে সরকারী স্কলারশিপ নিয়ে মাস্টার্স ২০২০ গ্লোবাল কোরিয়া স্কলারশিপ |
Archives
March 2022
Categories
All
|