অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রীদের নিকট হতে অক্সফোর্ড-উইডেনফেল্ড অ্যান্ড হফম্যান স্কলারশিপ অ্যান্ড লিডারশীপ প্রোগ্রামের জন্য আবেদন আহ্বান করছে। এটি অক্সফোর্ড গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামের একটি অংশ। এই স্কলারশীপের ৪০% অর্থ বিশ্ববিদ্যালয় এবং বাকি ৬০% অর্থ উইডেনফেল্ড অ্যান্ড হফম্যান ট্রাস্ট বহন করে। বর্তমানে প্রায় ৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছেন। কোর্স লেভেল- মাস্টার্স, পিএইচডি, ডক্টরাল যে সকল বিষয়ের জন্য আবেদন করা যাবে-
স্কলারশিপের ধরন- ফুল ফান্ডেড স্কলারশীপের পরিমান- বিশ্ববিদ্যালয়ের সকল ফি স্কলারশিপের অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও অন্যান্য খরচের জন্য কমপক্ষে ১৪২৯৬ পাউন্ড প্রদান করা হবে। আবেদনের যোগ্যতা- কোর্স শেষে দেশে ফিরে আসার মানসিকতা থাকতে হবে আবেদন প্রক্রিয়া- উইডেনফেল্ড অ্যান্ড হফম্যান স্কলারশিপের প্রশ্নাবলী পূরন করে তা গ্র্যাজুয়েট আবেদন ফরমের সাথে ডেডলাইনের আগেই আপলোড করতে হবে। নির্বাচন প্রক্রিয়া- আবেদনকারীদের মধ্য থেকে ইন্টারভিউ এর জন্য নির্বাচিত প্রার্থীদের শর্টলিস্ট প্রকাশ করা হবে। এপ্রিল, ২০১৭ তে শর্টলিস্টের অন্তর্ভুক্ত প্রার্থিদের স্কাইপের মাধ্যমে ইন্টারভিউ নেয়া হবে। আবেদনের শেষ সময়- ৬ অথবা ১৭ই জানুয়ারি(কোর্স অনুযায়ী) গ্র্যাজুয়েট আবেদন ফরম পূরণ করতে এখানে একাউন্ট তৈরি করুন স্কলারশিপের জন্য আবেদন ফরম weidenfeld-hoffmann-scholarships-questionnaire-word-256kb_1.docx |
Archives
March 2022
Categories
All
|