কাতারের এক নম্বর বিশ্ববিদ্যালয় তথা কাতার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স, ডক্টরাল এবং পিএইচডি প্রোগ্রামে স্প্রিং ২০২১ সেশনের জন্য আবেদন নেয়া শুরু হয়েছে। আন্ডারগ্র্যাজুয়েটে আবেদন নেয়া হবে ১১ অক্টোবর থেকে। বাংলাদেশী শিক্ষার্থীরা কাতার বিশ্ববিদ্যালয়ে পড়ার ক্ষেত্রে কাতার বিশ্ববিদ্যালয় স্কলারশিপে আবেদন করতে পারবে। কাতারের এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি রাজধানী দোহায় অবস্থিত। কিউএস বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংএ বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২৪৫ তম। কোভিড-১৯ এর কারণে পরবর্তী সেশনে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভর্তি করানো হবে না। যা যা পাবেন- ১। টিউশন ফি ২। একোমোডেশন ৩। আসা-যাওয়ার বিমান টিকেট ৪। টেক্সট বুক আবেদনের যোগ্যতা- ১। ব্যাচেলর সম্পন্ন করতে হবে ২। টোফেলে ন্যূনতম ৬৮ বা আইইএলটিএসে ৬ থাকতে হবে। ক্ষেত্রবিশেষে আরো বেশি স্কোর লাগতে পারে। এজন্য সংশ্লিষ্ট প্রোগ্রাম রিকোয়ারমেন্ট দ্রস্টব্য। ৩। বেশকিছু প্রোগ্রামে জিআরই/জিম্যাট লাগবে। যে বিষয়গুলোতে মাস্টার্স করা যাবে- আরবি ভাষা ও সাহিত্য গালফ স্টাডিজ এপ্লাইড স্ট্যাটিস্টিকস এনভায়রনমেন্টাল সায়েন্স ম্যাটারিয়েল সায়েন্স এন্ড টেকনোলজি একাউন্টিং বিজনেজ এডমিনিস্ট্রেশন মার্কেটিং ফাইন্যান্স কারিকুলাম, ইন্সট্রাকশন এন্ড এসেসমেন্ট এডুকেশন লিডারশীপ স্পেশাল এডুকেশন সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটিং আরবান প্ল্যানিং এন্ড ডিজাইন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ম্যানেজম্যান্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইন ফার্মেসি ফিকহ এন্ড উসুল আল ফিকহ কুরআনিক সায়েন্সেস এন্ড এক্সেজেসিস রিলিজিওন এন্ড ডায়লগ অব সিভিলাইজেশন পাবলিক হেলথ বায়োমেডিকেল সায়েন্সেস জেনেটিক কাউন্সেলিং আবেদন যেভাবে করবেন- আবেদন করতে অনলাইনে এখানে । আবেদন ফি ৩৫০ কাতারি রিয়াল। আবেদনে অনাকাঙ্ক্ষিত ভুল এড়াতে আমাদের অনলাইন সাপোর্ট নিন। এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন সেক্ষেত্রে আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। আমাদের সাপোর্ট ফি ১০২০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আবেদনের শেষ সময়- ২২ অক্টোবর ২০২০। ফলাফল জানানো হবে ডিসেম্বরের ১০ তারিখে। ক্লাস শুরু হবে ১০ জানুয়ারি ২০২১ এ। |
Archives
March 2022
Categories
All
|