Sri Lanka Institute of Information Technology (SLITE) SAARC Scholarships for Higher Studies কতৃক সার্কভূক্ত দেশসমূহের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তির আহবান জানিয়েছেন । SLITE শ্রীলংকার উচ্চশিক্ষার একটি অগ্রবর্তী প্রতিষ্ঠান ।এটি Association of Commonwealth Universities and the International Association of Universities এর সদস্য এবং SLITE SAARC ScholarshipUGC স্বীকৃতিপ্রাপ্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান ।ছাত্র-ছাত্রীর সংখ্য ৬০০০ এর বেশি । এর মহানগরীতে দুটি ক্যম্পাস রয়েছে এবং আঞ্চলিক প্রদেশে তিনটি ক্যম্পাস রয়েছে । প্রধান তিনটি অনুষদ হচ্ছে – Faculty of Computing, Faculty of Business and Faculty of Engineering এবং পড়াশোনার মাধ্যম হচ্ছে ইংরেজী ।
SLITE দক্ষিন এশিয়ার দেশগুলোর নির্বাচিত শিক্ষাথীদের জন্য সম্পূর্ণ Tution Fee Waiver দিয়েছে । তবে ট্রাভেল এক্সপেন্স, খাবার ও অন্যান্য খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে। আবেদনের শেষ সময় সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত। আবেদন করতে ভিজিট করুন www.sliit.lk/international/news_events/sliit-saarc-scholarships-now-open-2/ |
Archives
March 2022
Categories
All
|