থাই্ল্যান্ডে স্কলারশীপসহ পোস্টগ্রাজুয়েট পড়ার জন্য আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদন আহবান করা হয়েছে। দেশটির অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কুলাভর্ণ গ্রাজুয়েট ইন্সটিটিউটে (The Chulabhorn Graduate Institute) বিভিন্ন বিষয়ে পড়ার জন্য ১০ জন শিক্ষার্থীকে এ স্কলারশীপ দেয়া হবে। কুলাভর্ন গ্রাজুয়েট ইন্সটিটিউট থাইল্যান্ডের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যা ২০০৫ সালে প্রিন্সেস কুলাভর্ন মাহিদল এর ৪৮ তম জন্মদিন উপলক্ষে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রিন্স কুলাভর্ন মাহিদল থাইল্যান্ডের একজন বিখ্যাত বিজ্ঞানী। বিজ্ঞানে মেধার স্বীকৃতি স্বরূপ তিনি আন্তর্জাতিকভাবে বিভিন্ন পুরস্কার লাভ করেছেন। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাকে আরো ছড়িয়ে দেয়ার জন্যে তিনি এ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেন। বর্তমানে ইন্সটিটিউটটি গবেষণার জন্য বিশ্বব্যাপী সমাদৃত। যোগ্যতা:
এনভায়রনমেন্টাল হেলথ, এনভায়রনমেন্টাল টেক্সিকোলজি, কেমিক্যাল বায়োলজি। স্কলারশীপ:
আবেদন ফরম মেডিকেল রিপোর্ট আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০১৬। আবেদনের ঠিকানা- The Chulabhorn Graduate Institute (CGI Scholarship Program) 54 Kamphangphet 6 Road, Laksi, Bangkok 10210 THAILAND Email: cgi_academic@cgi.ac.th |
Archives
March 2022
Categories
All
|