তুর্কি বুর্সলারি স্কলারশিপ ২০১৮ এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে যে সরকারী স্কলারশিপ গুলো দেয়া হয় তারমধ্যে অন্যতম আলোচিত স্কলারশিপ হলো তুর্কি বুর্সলারি। তুর্কি বুর্সলারির হাররান স্কলারশিপ প্রোগ্রামের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা মেডিকেল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং সহ আরো অনেক বিষয়ে পড়তে পারবে। যারা ইতিমধ্যে YÖS পরীক্ষা দিয়েছেন বা দেয়ার জন্য আবেদন করেছেন তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতা থাকা সত্ত্বেও অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে গতবারও অনেকে প্রাথমিক সিলেকশনেই বাদ পড়ে গিয়েছিলেন। প্রতিবারই এরকম হচ্ছে। তাই সঠিকভাবে আবেদনের প্রতি জোর দিন। এছাড়া নির্ভুলভাবে আবেদন সম্পন্ন করার জন্য আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। ছোট করে জানিয়ে দিই, আগস্টের শেষ সপ্তাহে আমরা একটি সেমিনার করতে যাচ্ছি যেখানে আন্ডারগ্রাজুয়েটে বাইরে পড়াশোনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, কথা হবে নিজ খরচে পড়ার পাশাপাশি ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়েও। সেমিনারের আপডেট পাবেন এখানে। আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে আমরা আমাদের আয়োজনের পরিসর হ্রাস-বৃদ্ধি করবো। তাই হয়ত শেষ মুহুর্তে আসন নিশ্চিত বা বৃদ্ধির সুযোগ থাকবে না। জলদি আপনার আসনটি নিশ্চিত করুন স্কলারশিপের আওতায় যা যা পাবেন -
আবেদনের যোগ্যতা-
এই পোস্টটিও দেখতে পারেন - এইচএসসির পর পড়তে চাইলে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এ আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
সবগুলোর স্ক্যান কপি লাগবে। আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে এই ঠিকানায় একাউন্ট খুলে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন এবং আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। আমাদের সাপোর্ট ফি ১০২০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আবেদনের শেষ সময়- ১৪ মে ২০১৮। এই পোস্টটিও দেখতে পারেন - পড়তে চাইলে তুরস্কে |
Archives
March 2022
Categories
All
|