প্রতিবছরের ধারাবাহিকতায় এবারো তুরস্ক সরকার তুরস্ক স্কলারশিপ ২০২২ বা তুর্কি বুর্সলারি স্কলারশিপ ২০২২ এর জন্যে আবেদন আহবান করেছে। এই স্কলারশিপের আওতায় তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি করা যাবে। উল্লেখ্য যে, আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে বাংলাদেশি শিক্ষার্থীরা মেডিকেল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং সহ আরো অনেক বিষয়ে পড়তে পারবে। এখানে সার্চ করে এভেইলেবল প্রোগ্রাম এবং তাদের রিকোয়ারমেন্ট দেখতে পারবেন। যারা ইতিমধ্যে YÖS পরীক্ষা দিয়েছেন বা দেয়ার জন্য আবেদন করেছেন তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে YÖS ভাল স্কোর থাকলে টপ ইঞ্জিনিয়ারিং স্কুলগুলোতে সুযোগ পাওয়ার ভাল সম্ভাবনা থাকবে। আজকে থেকে আবেদন শুরু হচ্ছে। তাই আবেদন করতে চাইলে প্রস্তুতি শুরু করে দিন। স্কলারশিপের আওতায় যা যা পাবেন -
আবেদনের যোগ্যতা-
এই পোস্টটিও দেখতে পারেন - এইচএসসির পর পড়তে চাইলে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এ আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে এই ঠিকানায় একাউন্ট খুলে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। এক্ষেত্রে আমরা আপনার থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে অনলাইন আবেদন করে দিবো। অথবা আপনি যদি চান আপনি নিজে আবেদন করবেন এবং আমরা আবেদনের সময় অনলাইনে থেকে আবেদনের প্রতিটি পর্যায় চেক করে দিবো। এতে করে নির্ভুল আবেদন করার ক্ষেত্রে আপনি থাকতে পারবেন নিশ্চিন্ত। আমাদের সাপোর্ট ফি ১০২০ টাকা। পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে ফি ২০৪০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আবেদনের শেষ সময়- ২০ ফেব্রুয়ারি ২০২২। এটাও পড়ে দেখতে পারেন- পড়তে চাইলে তুরস্কে |
Archives
March 2022
Categories
All
|