শ্রীলংকার বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ার জন্য বাংলাদেশী শিক্ষার্থীদেরকে ‘প্রেসিডেন্ট স্কলারশীপ’ দেয়া হবে। আবেদন পত্র চাহিত সকল তথ্য ও কাগজপত্র সহ উপ-সচিব (বৃত্তি), রুম নং-১৭০৬, ভবন নং-০৬, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে।যারা বৃত্তির জন্য সিলেক্ট হবেন তারা শ্রীলংঙ্কান গভর্নমেণ্ট থেকে টিউশন ফি, থাকা খাওয়ার খরচ, বিমান টিকেট এবং চিকিৎসা ভাতা পাবেন । সবমিলিয়ে ৫ জন এই স্কলারশীপটি পাবেন । আবেদনের যোগ্যতা ও গুরুত্বপূর্ণ শর্তগুলোঃ
আবেদন করার সময় আপনি যা যা সাবমিট করবেনঃ
এই বৃত্তিটির একাডেমিক ইয়ার হচ্ছে ২০১৫/ ২০১৬ । কিন্তু কমার্সের শিক্ষার্থীদের জন্য একাডেমিক ইয়ার হচ্ছে নভেম্বর ২০১৬
আবেদন পত্র চাহিত সকল তথ্য ও কাগজপত্র সহ উপ-সচিব (বৃত্তি), রুম নং-১৭০৬, ভবন নং-০৬, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে।
প্রাথমিক তথ্যের ফরম আবেদন ফরম আবেদনের শেষ সময়ঃ ৩০ সেপ্টেমবর ২০১৬ |
Archives
March 2022
Categories
All
|