আগের লেখায় আমরা জানিয়েছিলাম সুইডেনের সবথেকে বেশি আলোচিত এসআই স্কলারশিপের ব্যাপারে। এবারে আমরা জানাবো সুউইডেনের University of Gothenburg এর University of Gothenburg Study Scholarship (UGSS) স্কলারশিপের ব্যাপারে। এই স্কলারশিপের মূল নাম The Axel Adler Scholarship. University of Gothenburg তে আবেদন করা বিদেশী শিক্ষার্থীদের মধ্যে মোট ২৫ জনকে এই স্কলারশিপ দেয়া হবে। সুইডেনে এই সেশনে আবেদনের জন্য যারা এখনো চূড়ান্তভাবে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করেন নি তারা University of Gothenburg কে আপনার লিস্টে যোগ করতে পারেন। এই স্কলারশিপের আওতায় যা যা পাবেন- ১। সম্পুর্ন টিউশন ফি আবেদনের যোগ্যতা- আবেদন করতে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর এবং প্রোগ্রাম রিকোয়ারমেন্ট অনুযায়ী আইইএলটিএস স্কোর থাকতে হবে। আবেদন করবেন যেভাবে- এসআই স্কলারশিপের মতই এই আবেদনটির দুটি প্রধান ধাপ রয়েছে। প্রথম ধাপে আপনাকে সংশ্লিষ্ট প্রোগ্রামে আবেদন করতে হবে। অবশ্যই University of Gothenburg কে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। এটা করতে হবে ১৬ অক্টোবর থেকে ১৫ জানুয়ারির মধ্যে। দ্বিতীয় ধাপে আপনাকে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। স্কলারশিপের জন্য আবেদন করতে ৭ ফেব্রুয়ারির মধ্যে ইমেইল পাবেন। সঠিকভাবে অনলাইন আবেদন সম্পন্ন করতে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। এক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভুল এড়াতে আবেদনের প্রতিটি স্টেপ আমরা রিভিউ করবো। আপনার স্টেট্মেন্ট অব পারপাসও আমরা রিভিউ করবো। আমাদের সাপোর্ট ফি প্রোগ্রাম প্রতি ১০২০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে- অনলাইন সাপোর্ট সেবা । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। প্রোগ্রামগুলোর রিকোয়ারমেন্ট এবং আবেদন প্রক্রিয়ার বিস্তারিত পাবেন এখানে (এখানের University of Gothenburg এর প্রোগ্রামগুলো সিলেক্ট করতে হবে) আবেদন সাবমিট করতে আবেদন ফি হিসেবে ৯০০ SEK প্রদান করতে হবে। অন্য বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামসহ- একাধিক প্রোগ্রামে আবেদনের ফলে আবেদন ফি বৃদ্ধি পাবে না। অর্থাৎ ৪ টি প্রোগ্রামে আবেদন করলেও আবেদন ফি হিসেবে মোট ৯০০ SEK লাগবে। যাদের পক্ষে ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন ফি দেয়া সম্ভব নয় তারা আমাদের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। আমাদের মাধ্যমে ফি জমা দিতে আমাদেরফেসবুক পেজে ইনবক্স করুন। প্রোগ্রাম আবেদন শেষে স্কলারশিপের জন্য স্কলারশিপ ওয়েবসাইটে আবেদন করা যাবে। হাঙ্গেরি সরকারী স্কলারশিপ ২০১৯-২০ সুইডিশ ইন্সটিটিউট স্কলারশিপ |
Archives
March 2022
Categories
All
|