ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের আওতায় Water And Coastal Management (WACOMA) বিষয়ে মাস্টার্স করা যাবে। নিম্নে উল্লেখিত তিনটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে যৌথ ডিগ্রি প্রদান করা হয়ে থাকে। বিশ্ববিদ্যালয় হলো- • University of Bologna (UNIBO)/ Italy • University of Cadiz (UCA)/ Spain • University of Algarve (UALG)/ Portugal মোট চারটি সেমিস্টারের প্রথম সেমিস্টার UNIBO তে সম্পন্ন করে প্র্যাকটিকেল কোর্সের জন্য UALG এ ১৫ দিন থাকতে হবে। ২য় সেমিস্টার UCA এ সম্পন্ন করার মাধ্যমে ১ম বর্ষ সম্পন্ন হবে। শেষ বর্ষে থিসিস, একাডেমিক কাজে পার্টনার বিশ্ববিদ্যালয়/দেশ ভিজিট (সর্বোচ্চ ৩ মাস) এবং নন-একাডেমিক সেক্টরে ইন্টার্নশীপ করতে হবে। সম্পূর্ণ প্রোগ্রাম ইংরেজিতে সম্পন্ন হবে। এই স্কলারশিপের আওতায় যা যা পাবেন- ১। টিউশন ফি ২। স্বাস্থ্য বীমা ৩। প্রোগ্রাম সম্পর্কিত অন্যান্য সকল খরচ ৪। ট্রাভেল এবং ইন্সটলেশন খরচ দেশ এবং দূরত্বের উপর ভিত্তি করে প্রদান করা হবে ৫। ১০০০ ইউরো পর্যন্ত মাসিক ভাতা যা বাংলাদেশী টাকায় প্রায় ১ লক্ষ টাকা আবেদনের যোগ্যতা- ১। আবেদনকারীকে অবশ্যই কোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর/আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করতে হবে। আন্ডারগ্র্যাজুয়েটের বিষয় WACOMA এর সাথে সম্পর্কিত হতে হবে। যেমনঃ Environmental Science, Marine Biology, Geology, Natural Science, Chemical Oceanography, Physics/Oceanography, Environmental Management. • তবে যাদের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম এখনো শেষ হয়নি কিন্তু WACOMA এর মাস্টার্স প্রোগ্রাম শুরুর আগেই গ্র্যাজুয়েশন সম্পন্ন হবে তাদের গ্র্যাজুয়েশনের সম্ভাব্য তারিখসম্পন্ন বর্তমান বিশ্ববিদ্যালয়ের ইস্যুকৃত ডকুমেন্ট প্রদান করতে হবে। ২। আবেদনকারীকে অবশ্যই ইংরেজি ভাষার সাম্প্রতিক সার্টিফিকেট জমা দিতে হবে। ইংরেজিতে B2 (IELTS 6.5) লেভেলের দক্ষতা থাকতে হবে। ভাষা দক্ষতার প্রমাণস্বরূপ IELTS, TOEFL অথবা Cambridge এর সার্টিফিকেট গ্রহণযোগ্য। IELTS এর প্রতিটি সেকশনে ন্যুনতম 6.0 করে পেতে হবে। TOEFL এর ক্ষেত্রে প্রতিটি সেকশনে ন্যুনতম 21 করে সর্বমোট 90 পেতে হবে। তবে আন্ডারগ্র্যাজুয়েটে শিক্ষাক্রম সম্পুর্নরুপে ইংরেজিতে পরিচালিত হয়েছে এই মর্মে অফিসিয়াল স্টেটমেন্ট জমা দেয়া সাপেক্ষে আইইএলটিএস ছাড়া আবেদন করা যাবে। সিলেকশনের ক্ষেত্রে নিমোক্ত বিষয়গুলো বিবেচনা করা হবে- একাডেমিক রেকর্ড ৬০% CV, প্রফেশনাল এবং রিসার্চ অভিজ্ঞতা, পার্সোনাল স্টেটমেন্ট, রেফারেন্স লেটার ৩০% ইংরেজি দক্ষতা ১০% মোট ১০০% সময়সীমাঃ ১২ নভেম্বর ২০১৮ থেকে ১৫ জানুয়ারী ২০১৯ এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করতে যা যা লাগবে- ১। মোটিভেশন লেটার ২। একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট। ৩। ইউরোপাস সিভি। আমাদের অনলাইন সাপোর্ট নেয়া সবাইকে ইউরোপাস সিভি তৈরিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হবে। ৪। দুটি রেফারেন্স লেটার। যার একটি একাডেমিক এবং অন্যটি প্রফেশনাল। ৪। ছবি ৫। পাসপোর্ট ৬। রেসিডেন্স সার্টিফিকেট ৮। যেকোন বাংলা ডকুমেন্টের অফিশিয়াল ইংরেজি অনুবাদ প্রয়োজন হবে আবেদন করবেন যেভাবে অনলাইনে আবেদন করতে পারবেন এখানে। আবেদনের সময় অন্তত দুজন ফ্যাকাল্টির কনট্যাক্ট ডিটেইলস দিতে হবে। সঠিকভাবে অনলাইন আবেদন সম্পন্ন করতে আমাদের অনলাইন সাপোর্ট নিতে পারেন। এক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভুল এড়াতে আবেদনের প্রতিটি স্টেপ আমরা রিভিউ করবো। আপনার স্টেট্মেন্ট অব পারপাসও আমরা রিভিউ করবো। আমাদের সাপোর্ট ফি ১০২০ টাকা। সর্বোচ্চ তিনটি প্রোগ্রামে আবেদন করতে পারবেন ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের জন্য। তিনটি প্রোগ্রামের জন্য সাপোর্ট নিলে সেক্ষেত্রে ফি হবে ৩০৬০ টাকা। অনলাইন সাপোর্টের বিস্তারিত পাবেন এখানে- অনলাইন সাপোর্ট সেবা । অনলাইন আবেদনের ক্ষেত্রে খোলা বাকসো অনলাইন সাপোর্টের জন্য স্লট পেতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। ইরাসমাস স্কলারশিপের আওতাধীন প্রোগ্রামগুলো নিয়ে আমাদের অন্য লেখাগুলো পাবেন এখানে |
Archives
March 2022
Categories
All
|