স্কলারশিপ
স্কলারশিপ
  • হোম
  • নতুন আপডেট
  • হাতেখড়ি
  • আমাদের সেবাসমূহ
  • যোগাযোগ
  • আমাদের লক্ষ্য
  • হোম
  • নতুন আপডেট
  • হাতেখড়ি
  • আমাদের সেবাসমূহ
  • যোগাযোগ
  • আমাদের লক্ষ্য
Picture

তুর্কি স্কলারশিপ burslari scholarship - আবেদনের A to Z

1/2/2018

Comments

 
সালাম ভাইয়া আপুরা কেমন আছেন  আপনারা?আশাকরি আল্লাহতালার  দয়ায় ভালো আছেন। আজ আপনাদের Turkey Burslari Scholarship এর আবেদন করার পুরা প্রক্রিয়াটা details বলব।আশাকরি আমার এই লিখাটা আপনাদের অনেক উপকারে আসবে। আসলে আমি international students হিসেবে Turkey Burslari scholarship  এ আবেদন করছিলাম Undergraduate Program এ সে আলোকে আমার জানামতে সব তথ্য আপনাদের কাছে শেয়ার করব। Turkey Burslari Scholarship  এ  Undergraduate, Pos-graduate,Phd আবেদন সবই অনলাইনে করতে হয়। আবেদন করতে কোন টাকা লাগে না।এবার আসা যাক মূল কথায়।

​
Picture


.এবার Turkey Scholarship Committee সবদেশ থেকে scholarships applications আবেদন একসাথে নিচ্ছে না।আলাদা আলাদা সময় নিয়ে আলাদা আলাদা দেশ থেকে আবেদন করার জন্য বলছে।যা খুবই ভালো উদ্যোগ।কারণ বিগত বছরে Post-graduate, PhD এর আবেদন সারা পৃথিবীর সব দেশ থেকে এক মাসের মধ্য আবেদন নিয়েছে।তারপর Undergraduate Program এ আবেদন করতে বলতো। সারা পৃথিবীতে সব দেশ থেকে এক মাসের মধ্য আবেদন করতে হতো।আবেদনের ফলাফল কখন দিতো তা নিয়ে বাংলাদেশি ছাএ-ছাএীদের টেনশন এ থাকতে হতো।এক মাসের ভিতর ফলাফল দিবে,নাকি১ মাস পর দিবে। কিন্তু এবার turkey scholarship committee অনেক আগে থেকে declare দিয়ে দিছে কখন আবেদন করতে হবে এবং কখন ফলাফল দিবে।বাংলাদেশি যারা post-graduate, PhD তে আবেদন করবেন তাদের আবেদনের সময় হল:5 February -5 March 2018 Result Published:15 May 2018. আর যারা Undergraduate Program এ আবেদন করবেন।তাদের আবেদনের সময়:16 April -14 May 2018.Result Published 24 July 2018. তো আপনারা এখন থেকে সব Documents Ready করেন।
Undergraduate, post-graduate, PhD তে আবেদন করতে কি কি documents লাগবে? আপনারা এই website check করুন-Www.TurkeyBurslari.gov.tr অথবা আগের বছরের খোলা বাকসোর পোস্টটি দেখতে পারেন। 
 
 
যাদের passports নাই তাদেরকে আমি ছোট ভাই হিসাবে অনুরোধ করছি,এখনি passport করে ফেলুন। Turkey scholarship  এ আবেদনের সময় passport জরুরি না। আপনি আপনার birth certificate এর  ইংরেজি কপি দিয়েই আবেদন করতে পারবেন, scholarship পাওয়ার পর আপনাকে passport করতে embassy থেকে সময় দিবে। ধরুন  আপনি scholarship পেলেন আপনাকে embassy থেকে time দেওয়া হল ১৫ দিনের মধ্য passport জমা দিতে।আপনি জরুরি passport এ আবেদন করলেন আপনাকে বলা হল ৭ দিনের মধ্য আপনাকে passport দেওয়া হবে। কিন্তু কাজের বেলায় আপনার passport পেতে সময় লাগবে কম করে হলে ও ১৬-১৮ দিন লাগবে। যদি police verification তারাতারি হয় এর আগে পেতে পরেন।এখন ভাই embassy যে  time দিছে আপনাকে এর ভিতর আপনি যদি passport জমাদিতে না পারেন আপনার scholarship cancel তখন আপনার আফসোস করা ছাড়া কিছু থাকবে না।এখন ও ১মাসের ও বেশি সময় আছে passport ready করে ফেলেন।আপনারা জরুরি passport না করে সাধারণ passport করেন।২৭-২৮ দিনের মধে passport পেয়ে যাবেন।passport করার সময় আপনার ssc/hsc certificate এ  আপনার name,father name mother's  name  যে রকম  আছে সেরকম  দিবেন।passport করতে দালাল  ধরার  কোন মানে নাই।passport form টা  নিজে একবার  পড়ে দেখেন।সব  নিজের হাতে  লিখে পূরণ করতে পারবেন।emergency passport  fee 6900 general  passport fee 3450  এইগুলো হল government fee        
 
আবেদন করতে  আপনাকে এই website www.TurkeyBurslari.gov.tr যেতে হবে। যাওয়ার পর এই website এ লিখা আছে apply in turkey burslar scholarship এই লিখাটা না থাকলে Apply লিখা থাকবে এই রকম লিখায় click কররবেন। তারপর আপনি দেখবেন login,password, Register,email id option  লিখা আছে। আপনি register  option এ click করুন। দেখবেন সেখানে your given name l,sure name,birth of date, password,email id লিখার option সব গুলো ভালো করে fill-up করবেন। Password দিবেন আপনার email id এর password টা না।দিবেন এই ভাবে যেমন:SAIFUL12345 এই রকম আপনার মনের মত একটা নাম এবং NUMBER গুলো।আপনি যে PASSWORD টা দিবেন সেটা মনেরাখবেন সেটা এবং আপনার email id. টা দিয়ে আপনার আবেদনে login করতে হবে। তারপর সবকিছু fill-up করে submit করবেন।তারপর scholarship committee থেকে আপনি যে email id টা দিয়েছেন সেখানে একটা confirmation mail আসবে সেখানে আপনাকে  click option দিবে।ওই click  option এ click করতে হবে। click করার পর আপনি apply এর মূল আবেদনের option গুলো দেখতে পারবেন। 
 
আপনার মূল আবেদন ফরমে আপনার একটা ভালো মানের ছবি আপলোড করবেন।তারপর আস্তে আস্তে করে আপনার education information, family information,self information গুলো দিবেন। education information এ ortukal option  এ ssc certificate,academic certificate upload করবেন। High school option এ hsc certificate,academic certificate upload করবেন। আর যারা অনার্স  শেষ করছেন তারা Bachelor option এ তার তাদের certificate গুলো upload করবেন।আপনাদের যদি voluntary certificate ,job experience certificate,social activities certificate, থিসিস থাকে এই গুলোর কোন  documents থাকলে সব upload করবেন। 
 
এবার আসা যাক subject and university choice এ,  turkey burslari scholarship এর under এ ১০৫ টা university আছে। আপনি সেখান থেকে আপনার পছন্দ মত 12 টা subject and 12 টা university choice  করতে পারবেন। reference letter এ reference letter ২টা দিলে ভালো,তবে ১ টা ও দেওয়া যাবে।reference letter কার কাজ থেকে নিবেন? আপনি চাইলে সরকারি কলেজ, public university,private university যে কোন professor থেকে reference letter নিতে পারবেন।আপনার reference letter এ professor এর  email  id  লিখে  না থাকলে কোন সমস্যা নাই। আপনি যখন reference letter গুলো upload করবেন।তখন সেখানে professor এর email id গুলো লিখে দেওয়ার option সেখানে সবাইকে নিজ নিজ professor এর email id  গুলো লিখে দিতে হবে।এবার আসি scholarships committee কি email  করবে, আপনার যে স্যার গুলোর email id দিয়েছেন তাদের  কাছে আপনার নাম,আপনাকে চিনে কিনা?এগুলো লিখা থাকবে এবং একটা click option ওই খানে স্যার শুধু clickকরলে আপনার  দেওয়া reference  গুলো true বলে গণ্য হবে।       
 


Picture

                                                                                 প্রফেসরের কাছে আসা মেইলের নমুনা 
 
​

এবার আসা যাক reference এর email professor দের কাছে কখন আসব? আপনি আপনার আবেদনটা submit করার পর আসতে পারে না হয় 72 hours এর মধ্য আসবে।
আপনি আপনার আবেদনটা submit করার আগে  ৩ টা  প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি turkey তে কেন পড়বেন?আপনি যে subject গুলো choice করছেন সেগুলো কেন করলেন?লেখাপড়া শেষ করে আপনি কি করবেন? answer গুলো খুবই চিন্তা ভাবনা করে লিখবেন এবং লেখাগুলোর মধ্য যেনো English grammatical ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন।

সবার একটা কমন question ভাইয়া আমার result golden A+, আমার result একটু কম আমি কি scholarship পাবো কি??

উওর :ভাইয়া turkey scholarship এ golden A+ দিয়ে scholarship হবে এটার কোন নিশ্চয়তা নেই, আবার golden A+ না থাকলে scholarship হবে না এ কথাটারও কোন ভিওি নেই। turkey scholarship এ অনেক বাংলাদেশির golden A+ না থেকে ও scholarship হয়েছে। আসলে scholarship টা depend করে ভাগ্যের উপর। আপনার scholarship হবে কি হবে না,কেউ বলতে পারবে না, তাই try করেন türkiye scholarshipsআপনার কপালে থাকলে হবে না থাকলে নাই। scholarship committee. scholarship দেয় আপনার academic result+volunteer certificate /social activates certificate এর উপর।তাই আপনাদের কাছে যদি voluntary certificate,/social activities certificate যদি থাকে সেগুলো upload করতে ভুলবেন না।
আপনাদের সামনে যত information দিছি সব আমি turkey পড়ে বাংলাদেশি ভাইদেরকে বার বার disturb  করে নিছি। অনেক ভাইকে বার বার বিরক্তি করে তাদেরকে কষ্ট দিয়েছি। যে বাংলাদেশি ভাইয়ারা আমাকে তথ্যগুলো দিয়ে সাহায্য করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের নাম গুলো হল:
১.বিল্লাল হোসেন ভাইয়া
২.আলী আশরাফ ভাইয়া
৩.আইউবুর রহমান ভাইয়া
৪.ওমর ফারুক হেলালি ভাইয়া
৫.শাহনেওয়াজ শামীম ভাইয়া
৬.আবদুস সালাম ভাইয়া
৭.Afm শামীম হায়দার ভাইয়া    

লিখেছেন সাইফুল ইসলাম 

​
স্কলারশিপ সম্পর্কিত তথ্যকে আরো সহজলভ্য করার লক্ষ্যে আমাদের নিরন্তর প্রচেষ্টার ধারাবাহিকতায় আমাদের নতুন বিভাগ “হাতেখড়ি” 
স্কলারশিপের বিভিন্ন খুঁটিনাটি ব্যাপারগুলোকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরার জন্য কাজ করবে হাতে খড়ির টিম মেম্বাররা। আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে জিআরই, বিশ্ববিদ্যালয় সন্ধান, কন্টাক্ট আর এসওপি, রেকমেন্ডেশান, এপ্লিক্যাশান, ভিসা, ইন্টারভিঊ সহ স্কলারশিপের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দিক ধারাবাহিকভাবে আলোচনা করা।আপনারাও লিখতে পারবেন হাতেখড়িতে! স্কলারশিপের সাথে সম্পর্কিত যেকোনো লেখাকে স্বাগতম।
​
​আপনার লেখা পাঠান এই ঠিকানায়- kholabakso@gmail.com
Comments

    ক্যাটাগরি 

    All
    GMAT
    GRE
    MBA
    Oxford
    SOP
    Undergraduate
    USA





    ​আর্কাইভ 

    January 2020
    August 2019
    June 2019
    November 2018
    October 2018
    September 2018
    July 2018
    March 2018
    February 2018
    January 2018
    March 2017
    January 2017
    November 2016
    October 2016
    August 2016
    July 2016

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.