উচ্চশিক্ষার জন্যে অনেকেরই পছন্দ স্বপ্নের আমেরিকা। কিন্তু জিআরই (GRE) এর ভয়ে অনেকে প্রথমেই হাল ছেড়ে দেয়। আর GRE, IELTS/ TOEFL দেয়ার পর ইউনিভার্সিটি সিলেকশন আরো দুর্বোধ্য কেননা admission + fund এর জন্যে সঠিক ইউনিভার্সিটি সিলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যখন Fall-15 এর জন্যে অ্যাপ্লাই করি, তখন অনেক ঘাটাঘাটি করে কিছু ইউনিভার্সিটি বের করি যেখানে GRE score 300 এর নিচে হলেও admission+ partial fund (উনিভার্সিটি থেকে পাওয়া স্কলারশিপ/ প্রফেসর এর কাছ থেকে পাওয়া RA) সম্ভব। আমাদের দেশের অনেকেরই partial fund এ পড়তে আসার সক্ষমতা আছে। আমি অনেক বড় ভাই আর খুব কাছের বন্ধু দের দেখেছি যারা প্রথম বার GRE তে খারাপ করার পর খুবই ভেঙে পড়েছিল (আমি নিজেও), অনেকে আবার GRE, 2nd/ 3rd বারেও ফুল ফান্ড পায়নি। ফুল ফান্ড ছাড়া এখানে পড়তে আসা বোকামি, কিন্তু আমি বলব যাদের সামর্থ্য আছে তারা চাইলে partial fund নিয়ে চলে আসতে পারেন।
|