বিজনেস স্কুলগুলোতে ভর্তির ক্ষেত্রে স্বাভাবিকভাবেই অনেক বেশি প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। ভালো সিজিপিএ আর জিম্যাট স্কোর তো লাগেই, তবে টপ বিজনেস স্কুলগুলোতে ভালো একাডেমিক প্রোফাইলের সাথে অন্যান্য অনেক বিষয় দেখা হয় এবং মাপার চেষ্টা করা হয় বিজনেস প্রফেশনাল হিসেবে আপনার সম্ভাবনা কতটুকু।
বিবিএ অধ্যয়নরত অনেক শিক্ষার্থীদেরই স্বপ্ন থাকে ভালো একটি বিজনেস স্কুল থেকে এমবিএ করার। ২য় কিংবা ৩য় বর্ষ থেকে সঠিক পরিকল্পনার মাধ্যমে এগিয়ে গেলে এই স্বপ্নকেও সত্যি করা সম্ভব! |