আমাদের দেশের শিক্ষার্থীরা যারা এমএস এর জন্য ইউএসে যাওয়ার কথা ভাবেন তাদের প্রথমেই যে বড় দোটানার মধ্যে পড়তে হয় তা হলো কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা উচিত হবে। এত এত বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে নিজের জন্য সবদিক থেকে মানানসই বিশ্ববিদ্যালয়গুলো বের করে নেয়া সত্যিকার অর্থেই সময়সাপেক্ষ ব্যাপার। এই সময়সাপেক্ষ কাজটিতে যেনো আপনার অনেকটা সময় নষ্ট হয়ে না যায় সেজন্য কিছুটা কাজ এগিয়ে দেয়ার জন্যই এই লেখাটি।
ওভারঅল প্রোফাইলের ভিত্তিতে কোন ধরণের বিশ্ববিদ্যালয়গুলো আপনার লিস্টে রাখতে পারেন তার ছোটো খাটো গাইডলাইন পাবেন। খুবই সহজ। আপনার একাডেমিক এচিভমেন্ট গুলো আমরা রান হিসেবে দেখবো। আপনার সিজিপিএ, জিআরই ইত্যাদির স্কোরকে আমরা রানে কনভার্ট করবো। সিজিপিএ, জিআরই ইত্যাদি মিলিয়ে কত রান হচ্ছে সবগুলো যোগ করবেন। মোট রান যেই ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ে পড়বে সেগুলো আপনার আবেদন করার জন্য অপেক্ষাকৃত উপযুক্ত। খাতা-কলম নিয়ে শুরু করা যাক তাহলে! |