উচ্চশিক্ষায় পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় জার্মানী অন্যতম। এর কারণ পড়াশোনার ক্ষেত্রে অন্য ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় জার্মানীতে খরচ কম। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে এর পড়াশোনার মানের সুখ্যাতি এর অন্যতম কারণ। জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু জার্মান ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায়ও প্রোগ্রাম পরিচালনা করা হয়ে থাকে। তবে ইংরেজি ভাষায় প্রোগ্রাম মূলত পোস্টগ্রাজুয়েট পর্যায়ে বেশি।
পোস্টের শিরোনাম দেখেই বুঝতে পারছেন আজকে আমরা বলবো জার্মানীতে পড়ার জন্য বিদ্যমান সকল স্কলারশিপ নিয়ে। যদি জার্মানীতে পড়তে যাওয়া আপনার লক্ষ্য হয়ে থাকে তাহলে এই পোস্টটি আপনার জন্যই। আপনার একাডেমিক প্রোফাইল এবং পছন্দের উপর ভিত্তি করে এখানের স্কলারশিপগুলো থেকে একটি শর্টলিস্ট করে সে অনুযায়ী নিজে কে তৈরি করে ফেলুন জার্মানীর জন্য! |