জিআরই মানে কি?
গ্র্যাজুয়েট বা মাস্টার্স প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে আবেদনকারীর দক্ষতা যাচাইয়ের জন্য বিশ্বে বহুল ব্যবহৃত পরীক্ষাটির নামই হলো জিআরই পরীক্ষা। আমরা সবাই জানি পড়াশোনার মান এবং ইভালুয়েশন পদ্ধতি দেশ, বিশ্ববিদ্যালয়েভেদে ভিন্ন। কোথাও ১০০ তে ৮০ পেলেই চার এ চার পাওয়া যায় আবার কোথাও চার পেতে ৯৭ পেতে হয়। এক দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে আরেক দেশের আরেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সিজিপিএ তুলনা করে সত্যিকার অর্থে কে বেশি মেধাবী তা নির্নয় করা দুরূহ। এখন যদি এই দুই শিক্ষার্থীই একটি কমন পরীক্ষা মানে জিআরই দেয় তাহলে তাদের জিআরই স্কোর দেখে তাদের মেধার তুলনামূলক সঠিক চিত্র পাওয়া যাবে। প্রতিবছর ১৬০ টি দেশের ১০০০ এরও বেশি টেস্ট সেন্টারে হাফ মিলিয়নের থেকে বেশি শিক্ষার্থী জিআরই জেনারেল টেস্ট দিয়ে থাকে। আমাদের অনেকেরই ইচ্ছা বিদেশে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরতে যাওয়া। সে অনুযায়ী চাই যথাযথ প্রস্তুতি। কিভাবে আমাদের প্রস্তুতি নেয়া উচিত এব্যাপারে অনেক লেখা পাবেন ইন্টারনেটে। তাছাড়া ডিপার্টমেন্টের সিনিয়র যারা গিয়েছেন তাদের থেকেও অনেক পরামর্শ নিতে পারেন। আমরাও আজকে বাইরে পড়তে যাওয়ার প্রস্তুতি নিয়ে কথা বলবো তবে আমরা চেষ্টা করবো নির্দিষ্ট এমনকিছু পয়েন্ট নিয়ে কথা বলতে যেগুলো গুরুত্বপুর্ন হলেও সাধারণত অব্যক্ত থেকে যায়। অথচ জানলে আরো গুছিয়ে প্রস্তুতি নিতে পারতেন। ভূমিকা না বাড়িয়ে চলুন বরং মূল আলোচনায় যাই।
|