GRE মানে Graduate Record Examination। এটা ETS(Educational Testing Service) administer করে। বর্তমানে জিআরই তে কিছু পরিবর্তন আনা হয়েছে। দুইটি ধারাবাহিক পর্বের মাধ্যমে আমরা এই পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করবো। চলুন দেখা যাক আগের জিআরই আর এখনকার জিআরই এর মধ্যে পার্থক্যগুলো। আগে জিআরই এর জন্য সময় ছিলো ৩ ঘন্টা। এখন সময় বাড়িয়ে মোট ৪ ঘন্টা করা হয়েছে। আগে জিআরই তে টোটাল স্কোর ছিল ১৬০০। ম্যাথ বা কোয়ান্টিটেটিভ ৮০০ আর ভারবাল বা ইংলিশ ৮০০। এখন জিআরই তে টোটাল স্কোর সর্বোচ্চ ৩৪০। ম্যাথ বা কোয়ান্টিটেটিভ ১৭০ আর ভারবাল বা ইংলিশ ১৭০। |