বাইরে আন্ডারগ্র্যাজুয়েট পড়তে যাওয়ার জন্য যাদের প্রথম পছন্দ যুক্তরাষ্ট্র বা কানাডা, স্যাট (SAT) তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। ইউএস-কানাডা ছাড়াও নামকরা প্রায় সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে আপনার দক্ষতা মাপার জন্য স্যাটের স্কোর আমলে নিয়ে থাকে। এদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই আন্ডারগ্র্যাজুয়েট স্যাট স্কোর জমা দেয়া বাধ্যতামূলক। তবে যেসব বিশ্ববিদ্যালয়ে এটি বাধ্যতামূলক নয়, সেসব ক্ষেত্রেও স্কলারশিপ পাওয়ার জন্য স্যাট পরীক্ষার স্কোর লাগে। মূলত বিভিন্ন দেশের আবেদনকারীদের মধ্যে তুলনামূলক মেধাবী শিক্ষার্থী বেছে নিতে স্যাটকে এডমিশন অফিসাররা গুরুত্বের সাথে বিবেচনা করে থাকেন।
|