বাংলাদেশে বর্তমানে অন্যতম জনপ্রিয় বৈদেশিক শিক্ষাবৃত্তিটির নাম 'Indian Council for Cultural Relations’ বা ICCR স্কলারশিপ। আমি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এই স্কলারশিপ পেয়ে আহমেদাবাদে অবস্থিত গুজরাট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে এসেছি। হয়তো সে কারণেই, অনেকেই এই স্কলারশিপটি সম্বন্ধে যোগাযোগ করে বিস্তারিত জানতে চেয়েছেন। তাই এই লেখার অবতারণা।
ভারত সরকার বাংলাদেশের পাশাপাশি ইউরোপ-আমেরিকা-আফ্রিকা-এশিয়ার মোট ৭৩টি দেশের শিক্ষার্থীকে এই স্কলারশিপ দিচ্ছে। তবে, প্রতিযোগিতার কথা বিবেচনা করলে, বাংলাদেশ থেকেই এই স্কলারশিপ পাওয়া সবচেয়ে কঠিন। প্রতি বছর Bangladesh Scholarship Scheme ICCR-এর (আবেদনপত্রের প্রথম পৃষ্ঠার ক্রমিক ১১) আওতায় মোট ২০০ জন স্কলারকে নির্বাচন করা হয়। কিন্তু আবেদন করেন প্রায় কয়েকগুণ এবং প্রতি বছরই আবেদনকারীর সংখ্যা বাড়ছে! |