২০১৭ সালের জাতিসংঘের বিশ্ব সুখ রিপোর্ট অনুযায়ী নরওয়ে বিশ্বের সবচেয়ে সুখী দেশ। নরওয়ে ইউরোপে অবস্থিত স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর একটি। নর্ডিক এই দেশটিতে বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সম্ভাবনা এবং হালচাল নিয়ে আজকে বলবো। নরওয়েতে পড়তে চাইলে পুরো লেখাটি আপনার জন্যই।
নরওয়েতে মাস্টার্স কোর্সের জন্য আবেদন করা যায় প্রতিবছর ১ লা সেপ্টেম্বর থেকে ১লা ডিসেম্বরের মধ্যে। সেশন শুরু হয় পরের বছরের আগস্ট মাসে। অর্থাৎ ডিসেম্বরের আগে আবেদন করতে হবে। এরপর এপ্রিলের মধ্যে অফার লেটার পেলে এডমিশন এবং ভিসার প্রসিডিউর শেষ করার জন্য জুন পর্যন্ত সময় পাবেন। সব ঠিক থাকলে জুলাইয়ের শেষ সপ্তাহ বা আগস্টে নরওয়ে যেতে পারবেন। নরওয়েতে মাস্টার্স লেভেলের প্রোগ্রাম ল্যাংগুয়েজ বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজি। মাস্টার্স প্রোগ্রামগুলো ১-২ বছর মেয়াদী হয়ে থাকে। |